হায়দরাবাদ: সপ্তমবারেও সফল হল না স্টারশিপ মিশন ৷ মাঝ আকাশে ভেঙে পড়াল স্টারশিপের রকেট ৷ বৃহস্পতিবার দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে (আমেরিকান সময় বিকেল 5টা 38মিনিটে) স্পেসএক্স সংস্থার তৈরি 'স্টারশিপ' যাত্রা শুরু করেছিল । উৎক্ষেপণের কিছুক্ষণ পর থেকেই পর যোগাযোগ বিচ্ছিনন্ন হয়ে যায় ৷ আট মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে । বিজ্ঞানীদের মতে ইঞ্জিনের সমস্যার কারণে সেটি ভেঙে পড়েছে ৷
এরপর ইলন মাক্স টুইট করে জানান, টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র বোকা চিকা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশযানটি উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরণ হয়। একে একে মহাকাশযানের ছয়টি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় ৷ মাঝআকাশে ভেঙে পড়ে ৷ পৃথিবীর দিকে পড়েতে থাকে ধ্বাংসাবশেষগুলি ৷ মাঝ আকাশে রকেটটি বিস্ফোরণের কারণে বিমান চলাচালে সমস্যা হয় ৷ ধ্বংসাবশেষ এড়াতে বেশ কয়েকটি বিমান ঘুর পথে গন্তব্য পৌঁছনোর চেষ্টা করে ৷ ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে আকাশে দৃশ্যমান রকেটের ধ্বংসাবশেষের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷
Success is uncertain, but entertainment is guaranteed! ✨
— Elon Musk (@elonmusk) January 16, 2025
pic.twitter.com/nn3PiP8XwG
পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে রওনা দিয়েছল 'স্টারশিপ' ৷ মহাকাশযানটির টেক্সাস থেকে মেক্সিকো উপসাগরে উড়ে যাওয়ার কথা ছিল। নতুন রকেটটি ছিল 400 ফুট অর্থাৎ 123 মিটার লম্বা। বিজ্ঞানীদের অনুমান ইঞ্জিন ফায়ারওয়ালে অক্সিজেন/জ্বালানি লিক হওয়ার কারণে বিস্ফোরণ ঘটেছে। রকেট ভেঙে পড়ায় মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। এটি স্টারশিপের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ৷ আগামিদিনে নাসা চাঁদে মহাকাশচারীদের অবতরণের জন্য প্রস্তুত করছে । এই রকেটই প্রথম মানুষ মঙ্গলের মাটিতে পা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা ৷
Mechazilla has caught the Super Heavy booster! pic.twitter.com/aq91TloYzY
— SpaceX (@SpaceX) January 16, 2025
প্রসঙ্গত, এর আগে 2023 সালের এপ্রিল মাসে স্পেসএক্সের একটি রকেট উৎক্ষেপণের পর মাঝ আকাশে ভেঙে পড়েছিল। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ে রকেটটি ধ্বংস হয়ে গিয়েছিল । ভারত মহাসাগরে পরে সেই ধ্বংসাবশেষ।
ইসরো প্রধানের পদে ভি নারায়ণন, 14 জানুয়ারি থেকে নতুন দায়িত্বে