ETV Bharat / state

সীমান্তের কাঁটাতার থেকে দূরে থাকুন; মসজিদ থেকেই গ্রামবাসীকে ঘোষণার আবেদন বিএসএফের - BSF Announces for Bangladesh Unrest

Meeting of BSF at Border Area: গুজবে কান দেবেন না ৷ সজাগ ও সতর্ক থাকুন ৷ গ্রামবাসীদের কাছে আবেদন বিএসএফের ৷ সীমান্ত রক্ষীবাহিনীরা বিষয়টি নিয়ে বৈঠকও করেছেন স্থানীয় প্রশাসনের সঙ্গে ৷

BSF
স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বিএসএফ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 8:06 PM IST

Updated : Aug 6, 2024, 9:04 PM IST

কলকাতা, 6 অগস্ট: অশান্ত বাংলাদেশ । অনুপ্রবেশ এবং দুষ্কৃতী কার্যকলাপ রুখতে আগেই সিল করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা । এবার বাংলাদেশ সীমান্ত বরাবর ভারতীয় গ্রামগুলিকে সতর্ক করছে বিএসএফ । সীমান্তের গ্রামগুলিতে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে বিএসএফের তরফে । এমনকি গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, "গ্রামের মসজিদ থেকে মাইকে ঘোষণা করতে হবে সীমান্তের কাঁটাতার থেকে দূরে থাকুন । রাত 9টার মধ্যে দোকান বন্ধ করুন । সতর্ক থাকুন । সজাগ থাকুন । কোনওরকম প্ররোচনায় পা দেবেন না । বাংলাদেশ ইস্যুতে গুজব থেকে দূরে থাকুন ।"

বিএসএফ সূত্রের দাবি, সীমান্ত সিল করে দেওয়ার পাশাপাশি সোমবার সীমান্ত বরাবর নিরাপত্তা বাড়ানো হয়েছে । সীমান্ত এলাকার বাসিন্দা তথা স্থানীয়দের গতিবিধিতেও লাগাম টানা হয়েছে । তারাও যাতে এই পরিস্থিতিতে কোনওরকম প্ররোচনা দিয়ে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত করতে সক্রিয় অংশগ্রহণ করেন সেই সাহায্য প্রার্থনা করা হয়েছে বিএসএফের তরফ থেকে । প্রাথমিকভাবে, আজ বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের 8 এবং 107 ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তারা নদিয়ার রানাঘাটের এসডিও, হাঁসখালির বিডিও, ডিএসপি (বর্ডার), বিএলআরও অফিসার, সহকারী কৃষি কর্মকর্তা, হাঁসখালির পঞ্চায়েত সমিতির সভাপতি, হাঁসখালি গ্রামের পঞ্চায়েত সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে সীমান্ত ও স্থানীয়দের নিরাপত্তা বজায় রাখতে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে দেওয়া হয় ।

বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং সেনা ক্ষমতা গ্রহণের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে । সীমান্তের গ্রামবাসীদের রাতের বেলা আন্তর্জাতিক সীমান্ত সড়কে (আইবিবিআর) অবাধে চলাচল করতে নিষেধ করা হয়েছে । স্থানীয় বাজারের সমস্ত দোকান রাত 9টার মধ্যে বন্ধ করতে হবে । স্থানীয় মসজিদের মাইক থেকে সেই ঘোষণা করতে হবে বলে জানিয়েছে বিএসএফ ।

কলকাতা, 6 অগস্ট: অশান্ত বাংলাদেশ । অনুপ্রবেশ এবং দুষ্কৃতী কার্যকলাপ রুখতে আগেই সিল করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা । এবার বাংলাদেশ সীমান্ত বরাবর ভারতীয় গ্রামগুলিকে সতর্ক করছে বিএসএফ । সীমান্তের গ্রামগুলিতে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে বিএসএফের তরফে । এমনকি গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, "গ্রামের মসজিদ থেকে মাইকে ঘোষণা করতে হবে সীমান্তের কাঁটাতার থেকে দূরে থাকুন । রাত 9টার মধ্যে দোকান বন্ধ করুন । সতর্ক থাকুন । সজাগ থাকুন । কোনওরকম প্ররোচনায় পা দেবেন না । বাংলাদেশ ইস্যুতে গুজব থেকে দূরে থাকুন ।"

বিএসএফ সূত্রের দাবি, সীমান্ত সিল করে দেওয়ার পাশাপাশি সোমবার সীমান্ত বরাবর নিরাপত্তা বাড়ানো হয়েছে । সীমান্ত এলাকার বাসিন্দা তথা স্থানীয়দের গতিবিধিতেও লাগাম টানা হয়েছে । তারাও যাতে এই পরিস্থিতিতে কোনওরকম প্ররোচনা দিয়ে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত করতে সক্রিয় অংশগ্রহণ করেন সেই সাহায্য প্রার্থনা করা হয়েছে বিএসএফের তরফ থেকে । প্রাথমিকভাবে, আজ বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের 8 এবং 107 ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তারা নদিয়ার রানাঘাটের এসডিও, হাঁসখালির বিডিও, ডিএসপি (বর্ডার), বিএলআরও অফিসার, সহকারী কৃষি কর্মকর্তা, হাঁসখালির পঞ্চায়েত সমিতির সভাপতি, হাঁসখালি গ্রামের পঞ্চায়েত সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে সীমান্ত ও স্থানীয়দের নিরাপত্তা বজায় রাখতে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে দেওয়া হয় ।

বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং সেনা ক্ষমতা গ্রহণের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে । সীমান্তের গ্রামবাসীদের রাতের বেলা আন্তর্জাতিক সীমান্ত সড়কে (আইবিবিআর) অবাধে চলাচল করতে নিষেধ করা হয়েছে । স্থানীয় বাজারের সমস্ত দোকান রাত 9টার মধ্যে বন্ধ করতে হবে । স্থানীয় মসজিদের মাইক থেকে সেই ঘোষণা করতে হবে বলে জানিয়েছে বিএসএফ ।

Last Updated : Aug 6, 2024, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.