ETV Bharat / state

বাড়ি ভাঙতে গিয়ে মিলল অষ্টধাতুর কালীমূর্তি, সিপাহী বিদ্রোহের সময়ের বলে দাবি স্থানীয়দের - ANCIENT KALI IDOL RECOVERED

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 10:44 PM IST

kali sculpture: বাড়ি ভাঙার কাজ চলছিল ৷ হঠাৎই মিলল অষ্টধাতুর কালীমূর্তি ৷ বীরভূমের বোলপুরের নীচুপট্টি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারা বললেন অষ্টধাতুর মূর্তির ইতিহাস ৷

kali sculpture
অষ্টধাতুর এই কালী মূর্তি ঘিরে চাঞ্চল্য (নিজস্ব ছবি)

বোলপুর, 10 জুলাই: ভারতে রয়েছে 51টি সতীপীঠ ৷ বঙ্গে 13টি সতীপীঠের মধ্যে 5টি রয়েছে বীরভূমের বোলপুরে ৷ সেখানেই বুধবার মাটির নীচ থেকে উদ্ধার অষ্টধাতুর কালীমূর্তি ৷ বুধবার বোলপুরের নীচুপট্টী এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই মূর্তিটির পূজার্চনা থেকে দান বাক্সে অনুদান দিতেও শুরু করেছেন এলাকাবাসী ৷ এদিকে মূর্তিটি দেখতে উপচে পড়েছে ভিড় ৷

বাড়ি ভাঙতে গিয়ে মিলল অষ্টধাতুর কালীমূর্তি (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এদিন বোলপুরের নীচুপট্টী এলাকায় পুরনো ভগ্নপ্রায় একটি বাড়ির খনন কাজ চলছিল ৷ সেই সময়েই মূর্তির একাংশ বেরিয়ে আসে ৷ কৌতূহলবশত আরও মাটি খুঁড়তেই দেখা য়ায় সেটি একটি মা কালীর মূর্তি ৷ এরপর স্থানীয় বাসিন্দারা অষ্টধাতুর মূর্তিটিকে তোলেন ৷ এলাকায় অষ্টধাতুর কালীমূর্তির পাওয়ার খবর নিমেষে চাউর হয়ে যায় ৷ স্থানীয় মানুষজন সেই মূর্তিটি দেখতে ভিড় জমান ৷ পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থতি হয় পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা দেবব্রত দুবে বলেন, "এই স্থানে বহু বছর আগে মন্দির ছিল ৷ বর্তমানে জায়গাটির হাতবদল হয়েছে ৷ পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণের জন্য খনন কাজ চলছিল ৷ সেই সময়েই কয়েকজন স্থানীয় দোকানদারের চোখে পড়ে ঘটনাটি ৷ তাঁরাই দেখেন একটি মূর্তির হাত বেরিয়ে আছে ৷ তাঁরা সেটি উদ্ধার করে ৷ শোনা যায়, সিপাহী বিদ্রোহের সময়ে এখানে একটি পঞ্চমুণ্ডির আসনে কালীমূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে সেই পুজো চৈত্র মাসে বোলপুরের কালী বারোয়ারি তলায় হয়। তবে সেই পুজো শুরুর আগে এই স্থানে সংকল্প করা হয়। তারপরেই শুরু হয় পুজো ৷" উদ্ধার হওয়া মূর্তিটি সেই সময়ের বলে দাবি স্থানীয়দের একাংশের ৷

তাঁর কথার রেশ টেনে আর এক বাসিন্দা রামকানাই চন্দ্র জানান, রথের আগেরদিন এই জায়গা পরিষ্কার করে আজ খনন কাজ শুরু হয় ৷ তারপর হঠাৎই কালী মূর্তিটি উদ্ধার করা হয়েছে ৷ দেবী যখন উঠে এসেছেন আমরা চাই এখানে মন্দির নির্মাণ করা হোক ৷ প্রচুর মানুষ আসছেন সকাল থেকে এই মূর্তি দেখতে।"

বোলপুর, 10 জুলাই: ভারতে রয়েছে 51টি সতীপীঠ ৷ বঙ্গে 13টি সতীপীঠের মধ্যে 5টি রয়েছে বীরভূমের বোলপুরে ৷ সেখানেই বুধবার মাটির নীচ থেকে উদ্ধার অষ্টধাতুর কালীমূর্তি ৷ বুধবার বোলপুরের নীচুপট্টী এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই মূর্তিটির পূজার্চনা থেকে দান বাক্সে অনুদান দিতেও শুরু করেছেন এলাকাবাসী ৷ এদিকে মূর্তিটি দেখতে উপচে পড়েছে ভিড় ৷

বাড়ি ভাঙতে গিয়ে মিলল অষ্টধাতুর কালীমূর্তি (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এদিন বোলপুরের নীচুপট্টী এলাকায় পুরনো ভগ্নপ্রায় একটি বাড়ির খনন কাজ চলছিল ৷ সেই সময়েই মূর্তির একাংশ বেরিয়ে আসে ৷ কৌতূহলবশত আরও মাটি খুঁড়তেই দেখা য়ায় সেটি একটি মা কালীর মূর্তি ৷ এরপর স্থানীয় বাসিন্দারা অষ্টধাতুর মূর্তিটিকে তোলেন ৷ এলাকায় অষ্টধাতুর কালীমূর্তির পাওয়ার খবর নিমেষে চাউর হয়ে যায় ৷ স্থানীয় মানুষজন সেই মূর্তিটি দেখতে ভিড় জমান ৷ পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থতি হয় পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা দেবব্রত দুবে বলেন, "এই স্থানে বহু বছর আগে মন্দির ছিল ৷ বর্তমানে জায়গাটির হাতবদল হয়েছে ৷ পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণের জন্য খনন কাজ চলছিল ৷ সেই সময়েই কয়েকজন স্থানীয় দোকানদারের চোখে পড়ে ঘটনাটি ৷ তাঁরাই দেখেন একটি মূর্তির হাত বেরিয়ে আছে ৷ তাঁরা সেটি উদ্ধার করে ৷ শোনা যায়, সিপাহী বিদ্রোহের সময়ে এখানে একটি পঞ্চমুণ্ডির আসনে কালীমূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে সেই পুজো চৈত্র মাসে বোলপুরের কালী বারোয়ারি তলায় হয়। তবে সেই পুজো শুরুর আগে এই স্থানে সংকল্প করা হয়। তারপরেই শুরু হয় পুজো ৷" উদ্ধার হওয়া মূর্তিটি সেই সময়ের বলে দাবি স্থানীয়দের একাংশের ৷

তাঁর কথার রেশ টেনে আর এক বাসিন্দা রামকানাই চন্দ্র জানান, রথের আগেরদিন এই জায়গা পরিষ্কার করে আজ খনন কাজ শুরু হয় ৷ তারপর হঠাৎই কালী মূর্তিটি উদ্ধার করা হয়েছে ৷ দেবী যখন উঠে এসেছেন আমরা চাই এখানে মন্দির নির্মাণ করা হোক ৷ প্রচুর মানুষ আসছেন সকাল থেকে এই মূর্তি দেখতে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.