বাগডোগরা, 29 জুলাই: বিলুপ্তপ্রায় হিমালয়ান ব্ল্যাক বিয়ার মেরে তাদের দেহাংশ পাচারের ছক বানচাল করল বন বিভাগ ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের পরিকল্পনা ভেস্তে দেন বন বিভাগের কর্মীরা। ঘটনায় ভিন রাজ্যের দুই পাচারকারীকে গ্রেফতার করেছেন কার্শিয়াং বন বিভাগের বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা । ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । বন বিভাগের অভিযানে উদ্ধার হয়েছে তিনটে ভাল্লুকের পিত্তথলি, নখ ও চামড়া ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ধৃতরা হল আইজুল হক ও বাবুল হোসেন । ধৃতরা অসমের লখিমপুরের বাসিন্দা । রবিবার পাচারের গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার বিহার মোড়ে ফাঁদ পাতে বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা । খবর মতো সিটি অটো করে বিহার মোড়ে পৌঁছয় ওই দুই পাচারকারী । এরপর সেখানে ওই সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালালে ভাল্লুকের দেহাংশ বেরিয়ে আসে। এরপরই তাদের গ্রেফতার করা হয় ।
এই বিষয়ে কার্শিয়াংয়ে ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান, "অরুণাচল প্রদেশ থেকে নেপালে ভাল্লুকের দেহাংশ পাচারের ছক ছিল পাচাররকারীদের । গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই পাচারের আগে বাগডোগরা বন বিভাগ বিহার মোড় সংলগ্ন এলাকায় ঘাটি গেড়ে বসেছিল । এরপরেই সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভাল্লুকের পিত্তথলি ও চামড়া ।"
রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "মূলত ধৃত দু'জন পাচারকারী ৷ অরুণাচল প্রদেশের জঙ্গলে ওই হিমালয়ান ব্ল্যাক বিয়ারকে হত্যা করে তাদের দেহাংশ নেপালে পাচার করা হচ্ছিল । অন্তত তিনটে ভাল্লুককে মারা হয়েছে । এই দু'জন এর আগেও এই ধরনের পাচারের কাজ করেছে । তবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের জঙ্গলেও একই প্রজাতির ভাল্লুক পাওয়া যায় । তারা বাস্তবে দেহাংশগুলো অরুণাচল প্রদেশ থেকে এনেছে নাকি এখানকার ভাল্লুক হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে । ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।"
ধৃতদের প্রাথমিক জেরা করে বন আধিকারিকরা জানতে পেরেছেন, ট্র্যাডিশনাল মেডিসিন তৈরির জন্য ভাল্লুকের পিত্ত ও চামড়া ব্যবহার করা হয়ে থাকে । আন্তর্জাতিক কালোবাজারে সেজন্য ভাল্লুকের দেহাংশের বেশ চাহিদা রয়েছে । প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে ভাল্লুকের থাবা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছিল কার্শিয়াং বন বিভাগ । 2023 সালে পশু সুমারি অনুযায়ী, রাজ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের সংখ্যা প্রায় 30টি । যার মধ্যে দার্জিলিংয়ের সেঞ্চাল অভয়ারণ্যে ভাল্লুকের সংখ্যাই 15টি রয়েছে ।