ETV Bharat / bharat

দিল্লিতে পড়ুয়া মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন, সিল করা হল 13টি কোচিং সেন্টার - UPSC Aspirants Death in Delhi

MCD Seals 13 Coaching Centres: পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে আরও 13টি কোচিং সেন্টার সিল করে দিল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ রবিবার দিল্লির পুরনো রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷

MCD Seals 13 Coaching Centres
ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 9:45 AM IST

Updated : Jul 29, 2024, 10:25 AM IST

নয়াদিল্লি, 29 জুলাই: নিরাপত্তার গাফিলতিতে কারণে আরও 13টি কোচিং সেন্টার সিল করে দিল দিল্লি প্রশাসন ৷ এই তালিকায় আছে আইএএস গুরুকুল, চাহাল অ্যাকাডেমি, প্লুটাস অ্যাকাডেমি এবং আরও বেশ কয়েকটি। এই সমস্ত কোচিং সেন্টারগুলি বেসমেন্টে তাদের শিক্ষা সংক্রান্ত কাজকর্ম চালাচ্ছিল ৷ পুরপ্রশাসনের সেগুলি নজরে আসার পরেই সিল করে দেওয়া হয়েছে কোচিং সেন্টারগুলি ৷ দিল্লিতে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পডুয়ার মৃ্ত্যুর ঘটনা সামনে আসতেই তৎপর হয় প্রশাসন ৷

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসমেন্টগুলি পার্কিং এবং স্টোরেজের অনুমোদন ছিল ৷ সেই নিয়ম অমান্য করেই শিক্ষার কাজেও ব্যবহার করা হচ্ছিল বেসমেন্টগুলি ৷ নিয়ম ভাঙার কারণেই সিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলি ৷ এপ্রসঙ্গেই এমসিডি-র অতিরিক্ত কমিশনার তারিক থমাস বলেন, "রাজেন্দ্র নগরের ঘটনার পর আমরা একাধিক কোচিং সেন্টারে পরিদর্শনে যাই ৷ দেখা যায়, সেগুলিও অবৈধভাবে চলছে ৷ বেসমেন্টটিকেও শিক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে ৷ সেই সমস্ত কোচিং সেন্টারগুলির বেসমেন্ট সিল করে দেওয়া হচ্ছে ৷ তবে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার তদন্ত শুরু হয়েছে ৷ দোষীদের শাস্তি হবে ৷"

রাউ-এর আইএএস স্টাডি সেন্টারে পডুয়া মৃ্ত্য়ুর ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্তে দেখা গিয়েছে, বেসমেন্টে ছিল এই স্টাডি সেন্টারের লাইব্রেরি ৷ ভারী বৃষ্টির কারণে সেটি জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে প্রবেশের একটি মাত্র দরজা ছিল ৷ সেটিও জলমগ্ন হয়ে যায় ৷ ফলে পড়ুয়ারা বেরতে পারেননি ৷ তাতেই মৃ্ত্যু হয়েছে 3 পড়ুয়ার ৷

দিল্লির স্টাডি সেন্টারের এই ঘটনা সামনে আসতেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ দোষীদের শাস্তির দাবি জানান ৷ পাশাপাশি তাঁদের দাবি, কোচিং সেন্টারগুলির সঠিক পরিকাঠামো, ভাড়া নির্ধারণ ও সেগুলিকে বীমার আওতায় আনতে হবে ৷ পড়ুয়াদের সুবিধার দিকেও নজর দিতে হবে ৷ দিল্লি পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার উপর বেআইনি নির্মাণের কারণে নিকাশি-নালাগুলিও বুঝে গিয়েছে ৷ ফলে জল ঠিকমতো বেরতে পাচ্ছে না ৷ যার জেরে শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন থাকছে ৷

নয়াদিল্লি, 29 জুলাই: নিরাপত্তার গাফিলতিতে কারণে আরও 13টি কোচিং সেন্টার সিল করে দিল দিল্লি প্রশাসন ৷ এই তালিকায় আছে আইএএস গুরুকুল, চাহাল অ্যাকাডেমি, প্লুটাস অ্যাকাডেমি এবং আরও বেশ কয়েকটি। এই সমস্ত কোচিং সেন্টারগুলি বেসমেন্টে তাদের শিক্ষা সংক্রান্ত কাজকর্ম চালাচ্ছিল ৷ পুরপ্রশাসনের সেগুলি নজরে আসার পরেই সিল করে দেওয়া হয়েছে কোচিং সেন্টারগুলি ৷ দিল্লিতে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পডুয়ার মৃ্ত্যুর ঘটনা সামনে আসতেই তৎপর হয় প্রশাসন ৷

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসমেন্টগুলি পার্কিং এবং স্টোরেজের অনুমোদন ছিল ৷ সেই নিয়ম অমান্য করেই শিক্ষার কাজেও ব্যবহার করা হচ্ছিল বেসমেন্টগুলি ৷ নিয়ম ভাঙার কারণেই সিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলি ৷ এপ্রসঙ্গেই এমসিডি-র অতিরিক্ত কমিশনার তারিক থমাস বলেন, "রাজেন্দ্র নগরের ঘটনার পর আমরা একাধিক কোচিং সেন্টারে পরিদর্শনে যাই ৷ দেখা যায়, সেগুলিও অবৈধভাবে চলছে ৷ বেসমেন্টটিকেও শিক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে ৷ সেই সমস্ত কোচিং সেন্টারগুলির বেসমেন্ট সিল করে দেওয়া হচ্ছে ৷ তবে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার তদন্ত শুরু হয়েছে ৷ দোষীদের শাস্তি হবে ৷"

রাউ-এর আইএএস স্টাডি সেন্টারে পডুয়া মৃ্ত্য়ুর ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্তে দেখা গিয়েছে, বেসমেন্টে ছিল এই স্টাডি সেন্টারের লাইব্রেরি ৷ ভারী বৃষ্টির কারণে সেটি জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে প্রবেশের একটি মাত্র দরজা ছিল ৷ সেটিও জলমগ্ন হয়ে যায় ৷ ফলে পড়ুয়ারা বেরতে পারেননি ৷ তাতেই মৃ্ত্যু হয়েছে 3 পড়ুয়ার ৷

দিল্লির স্টাডি সেন্টারের এই ঘটনা সামনে আসতেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ দোষীদের শাস্তির দাবি জানান ৷ পাশাপাশি তাঁদের দাবি, কোচিং সেন্টারগুলির সঠিক পরিকাঠামো, ভাড়া নির্ধারণ ও সেগুলিকে বীমার আওতায় আনতে হবে ৷ পড়ুয়াদের সুবিধার দিকেও নজর দিতে হবে ৷ দিল্লি পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার উপর বেআইনি নির্মাণের কারণে নিকাশি-নালাগুলিও বুঝে গিয়েছে ৷ ফলে জল ঠিকমতো বেরতে পাচ্ছে না ৷ যার জেরে শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন থাকছে ৷

Last Updated : Jul 29, 2024, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.