ETV Bharat / sports

শুটিংয়ে ফের পদকের আশা, প্যারিসে আজ নজর যে সকল ভারতীয় অ্যাথলিটদের দিকে - PARIS OLYMPICS 2024

29 July India Olympics schedule: মনু ভাকেরের পদক জয়ের পর সোমে শুটিং থেকে ফের পদকের খোঁজে ভারত ৷ পদক আসতে পারে তিরন্দাজিতেও ৷ একনজরে প্য়ারিস অলিম্পিক্সে আজ ভারতীয় অ্যাথলিটদের সূচি ৷

India Olympic schedule
আজ নজর যে সকল ভারতীয় অ্যাথলিটদের দিকে (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 12:34 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই: 10 মিটার এয়ার পিস্তলে দেশকে ব্রোঞ্জ দিয়ে রবিবার প্যারিসে পদকের খাতা খুলেছেন মনু ভাকের ৷ তৃতীয়দিনেও শুটিংয়ে পদকের প্রত্যাশা রয়েছে ভারতীয়দের থেকে ৷ এছাড়াও ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস এবং তিরন্দাজি-সহ সোমবার বহু ইভেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে ভারতীয় অ্যাথলিটদের। দেখে নিন একনজরে ৷

ব্য়াডমিন্টন: পুরুষ ডাবলসে রাউন্ড অফ 16-র লড়াই দিয়ে দিন শুরু করার কথা থাকলেও জার্মানির প্রতিপক্ষ নাম প্রত্য়াহার করে নেওয়ায় বিনা লড়াইয়েই পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তবে ব্যাডমিন্টনে তৃতীয়দিন আরও অ্যাকশন রয়েছে ভারতের ৷

মহিলা ডাবলস: অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্তো- দুপুর 12টা 50 মিনিট

পুরুষ সিঙ্গলস: লক্ষ্য সেন- সন্ধে 6টা 30 মিনিট

শুটিং: 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম কোয়ালিফিকেশন (মনু ভাকের এবং সরবজোৎ সিং) (রিদম সাঙ্গুয়ান এবং অর্জুন চিমা)- দুপুর 12টা 45 মিনিট ৷

পুরুষ ট্র্যাপ কোয়ালিফিকেশন: পৃথ্বীরাজ তোন্ডাইমন- দুপুর 1টা

মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল: রমিতা জিন্দল-দুপুর 1টা

পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল: অর্জুন বাবুতা- বিকেল 3টে 30 মিনিট

হকি: প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলে থ্রিলার জয়ের পর চাঙ্গা ভারতীয় দল ৷ সোমবার গতবারের ব্রোঞ্জজয়ীদের সামনে আর্জেন্তিনা ৷

পুল বি ম্যাচ: ভারত বনাম আর্জেন্তিনা- বিকেল 4টে 16 মিনিট

তিরন্দাজি: মহিলা দল হতাশ করার পর সোমবার নজর পুরুষ দলের দিকে ৷

পুরুষদের কোয়ার্টার ফাইনাল (তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদব)- সন্ধে 7টা 31 মিনিট

টেবল টেনিস: প্রথম ম্যাচে সহজ জয়ের পর সোমবার রাউন্ড অফ 32-এ নজর থাকবে সৃজা আকুলার দিকে ৷

মহিলা সিঙ্গলস রাউন্ড অফ 32: সৃজা আকুলা- রাত 11টা 30 মিনিট

নয়াদিল্লি, 29 জুলাই: 10 মিটার এয়ার পিস্তলে দেশকে ব্রোঞ্জ দিয়ে রবিবার প্যারিসে পদকের খাতা খুলেছেন মনু ভাকের ৷ তৃতীয়দিনেও শুটিংয়ে পদকের প্রত্যাশা রয়েছে ভারতীয়দের থেকে ৷ এছাড়াও ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস এবং তিরন্দাজি-সহ সোমবার বহু ইভেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে ভারতীয় অ্যাথলিটদের। দেখে নিন একনজরে ৷

ব্য়াডমিন্টন: পুরুষ ডাবলসে রাউন্ড অফ 16-র লড়াই দিয়ে দিন শুরু করার কথা থাকলেও জার্মানির প্রতিপক্ষ নাম প্রত্য়াহার করে নেওয়ায় বিনা লড়াইয়েই পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তবে ব্যাডমিন্টনে তৃতীয়দিন আরও অ্যাকশন রয়েছে ভারতের ৷

মহিলা ডাবলস: অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্তো- দুপুর 12টা 50 মিনিট

পুরুষ সিঙ্গলস: লক্ষ্য সেন- সন্ধে 6টা 30 মিনিট

শুটিং: 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম কোয়ালিফিকেশন (মনু ভাকের এবং সরবজোৎ সিং) (রিদম সাঙ্গুয়ান এবং অর্জুন চিমা)- দুপুর 12টা 45 মিনিট ৷

পুরুষ ট্র্যাপ কোয়ালিফিকেশন: পৃথ্বীরাজ তোন্ডাইমন- দুপুর 1টা

মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল: রমিতা জিন্দল-দুপুর 1টা

পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল: অর্জুন বাবুতা- বিকেল 3টে 30 মিনিট

হকি: প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলে থ্রিলার জয়ের পর চাঙ্গা ভারতীয় দল ৷ সোমবার গতবারের ব্রোঞ্জজয়ীদের সামনে আর্জেন্তিনা ৷

পুল বি ম্যাচ: ভারত বনাম আর্জেন্তিনা- বিকেল 4টে 16 মিনিট

তিরন্দাজি: মহিলা দল হতাশ করার পর সোমবার নজর পুরুষ দলের দিকে ৷

পুরুষদের কোয়ার্টার ফাইনাল (তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদব)- সন্ধে 7টা 31 মিনিট

টেবল টেনিস: প্রথম ম্যাচে সহজ জয়ের পর সোমবার রাউন্ড অফ 32-এ নজর থাকবে সৃজা আকুলার দিকে ৷

মহিলা সিঙ্গলস রাউন্ড অফ 32: সৃজা আকুলা- রাত 11টা 30 মিনিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.