নয়াদিল্লি, 29 জুলাই: 10 মিটার এয়ার পিস্তলে দেশকে ব্রোঞ্জ দিয়ে রবিবার প্যারিসে পদকের খাতা খুলেছেন মনু ভাকের ৷ তৃতীয়দিনেও শুটিংয়ে পদকের প্রত্যাশা রয়েছে ভারতীয়দের থেকে ৷ এছাড়াও ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস এবং তিরন্দাজি-সহ সোমবার বহু ইভেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে ভারতীয় অ্যাথলিটদের। দেখে নিন একনজরে ৷
ব্য়াডমিন্টন: পুরুষ ডাবলসে রাউন্ড অফ 16-র লড়াই দিয়ে দিন শুরু করার কথা থাকলেও জার্মানির প্রতিপক্ষ নাম প্রত্য়াহার করে নেওয়ায় বিনা লড়াইয়েই পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তবে ব্যাডমিন্টনে তৃতীয়দিন আরও অ্যাকশন রয়েছে ভারতের ৷
মহিলা ডাবলস: অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্তো- দুপুর 12টা 50 মিনিট
পুরুষ সিঙ্গলস: লক্ষ্য সেন- সন্ধে 6টা 30 মিনিট
শুটিং: 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম কোয়ালিফিকেশন (মনু ভাকের এবং সরবজোৎ সিং) (রিদম সাঙ্গুয়ান এবং অর্জুন চিমা)- দুপুর 12টা 45 মিনিট ৷
পুরুষ ট্র্যাপ কোয়ালিফিকেশন: পৃথ্বীরাজ তোন্ডাইমন- দুপুর 1টা
মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল: রমিতা জিন্দল-দুপুর 1টা
পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল: অর্জুন বাবুতা- বিকেল 3টে 30 মিনিট
হকি: প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলে থ্রিলার জয়ের পর চাঙ্গা ভারতীয় দল ৷ সোমবার গতবারের ব্রোঞ্জজয়ীদের সামনে আর্জেন্তিনা ৷
পুল বি ম্যাচ: ভারত বনাম আর্জেন্তিনা- বিকেল 4টে 16 মিনিট
Injuries are the stepping stone to success! 🙌
— Olympic Khel (@OlympicKhel) July 28, 2024
For Olympic debutant @PRANNOYHSPRI, it was all about braving the challenges to make it to the biggest stage 🫡🏸
📹 Watch the full episode of 'OK Debutants ft. HS Prannoy' on our website 𝙉𝙊𝙒.
🔗 - https://t.co/12oMdtfwlm pic.twitter.com/GHfXhomXVd
তিরন্দাজি: মহিলা দল হতাশ করার পর সোমবার নজর পুরুষ দলের দিকে ৷
পুরুষদের কোয়ার্টার ফাইনাল (তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদব)- সন্ধে 7টা 31 মিনিট
1st game 👉 Domination! 🔥
— Olympic Khel (@OlympicKhel) July 27, 2024
2nd game 👉 Superb comeback! 💪
Lakshya Sen begins #Paris2024 with a 𝙒! 🇮🇳🏸🙌 pic.twitter.com/m1dxeTc89y
টেবল টেনিস: প্রথম ম্যাচে সহজ জয়ের পর সোমবার রাউন্ড অফ 32-এ নজর থাকবে সৃজা আকুলার দিকে ৷
মহিলা সিঙ্গলস রাউন্ড অফ 32: সৃজা আকুলা- রাত 11টা 30 মিনিট