ETV Bharat / sports

সাংহাইয়ে ভারতের জয়জয়কার, তিরন্দাজি বিশ্বকাপে সোনার হ্যাটট্রিক - Archery World Cup Stage 1 - ARCHERY WORLD CUP STAGE 1

Archery World Cup 2024: সাংহাইয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন দেশের ছেলে ও মেয়েরা ৷ আর্চারি বিশ্বকাপের স্টেজ-ওয়ানে সোনা জয় ভারতের ছেলে ও মেয়েদের কম্পাউন্ড টিম ৷ একদিকে অভিষেক, প্রথমেশ এবং প্রিয়াংশের ত্রয়ী ফাইনালে সেরা পারফরম্যান্স দিয়ে সেরা পদক ভারতের ঝুলিতে যেমন এনে দিয়েছেন তেমনই সেই তালিকায় নাম তুলেছেন মেয়েরাও ৷ জ্যোতি, অদিতি, পরণীতরাও প্রতিপক্ষকে মাত দিয়ে সোনা ছিনিয়ে নিয়েছেন ৷ সেইসঙ্গে মিক্সড ইভেন্ট থেকেও স্বর্ণপদক এসেছে ৷

Archery World Cup 2024
Archery World Cup 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 9:57 AM IST

Updated : Apr 27, 2024, 11:27 AM IST

সাংহাই, 27 এপ্রিল: গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে 6টি সোনা পেয়েছিলেন ভারত ৷ সেখানে পুরুষ, মহিলা ও দলগত ইভেন্টে তিরন্দাজরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ৷ তাতে যাঁরা দেশের ঝুলিতে পদক এনে দিয়েছিলেন তাঁরা ফের একবার তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতলেন ৷ শনিবার সকালে চিনের সাংহাইয়ে অনুষ্ঠিত হওয়া তিরন্দাজি বিশ্বকাপ 2024- এ সেরাটা দিয়ে পুরুষ ও মহিলা কম্পাউন্ড সোনা জিতল এই টুর্নামেন্টে ৷ এর পাশাপাশি অভিষেক ভার্মা এবং জ্যোতি সুরেখা ভেন্নামের কম্পাউন্ড মিক্সড দল এস্তোনিয়াকে 158-157 পরাজিত করে সাংহাইতে তৃতীয় সোনা জিতেছেন ৷

মহিলা দলে ছিলেন ভারতের তিন তিরন্দাজ, জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও পরণীত কৌর। অন্যদিকে, পুরুষ দলে ছিলেন অভিষেক ভার্মা, প্রিয়াংশ, প্রথমেশ ফুগে ৷ খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের মধ্যে। তাতেই শেষ হাসি হাসেন তাঁরা ৷

এদিন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পরণীত কৌর মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ইতালিকে 236-225 ব্যবধানে পরাজিত করে ৷ সিজন-ওপেনিং গ্লোবাল শোপিসে সোনা জিতে তাঁদের খাতা খুলতে মাত্র 4 পয়েন্ট কমেছে। অন্যদিকে, অভিষেক ভার্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফুগের ত্রয়ী দল নেদারল্যান্ডসের মাইক শ্লোসার, সিল প্যাটার এবং স্টেফ উইলেমসকে 238-231-এ পরাজিত করেছে ৷ এতে তাঁদের মাত্র 2 পয়েন্ট কমেছে ৷ গতবছর এশিয়াডে তিরন্দাজি থেকে ভারতের ঝুলিতে সোনা এসেছে 6টি। সেই তালিকায় নাম ছিল এই অভিষেক ভার্মা জ্যোতি সুরেখা ভেন্নম ও পরণীত কৌরের ৷

উল্লেখ্য, তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়ে চারিদিকে হইহই ফেলে দিয়েছিল 16 বছরের অ্যাথলিট অদিতি গোপীচন্দ। অনূর্ধ্ব-18 স্তরের তিরন্দাজিতে রেকর্ড গড়ে সে। কলোম্বিয়ায় তিরন্দাজির বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে 720-র মধ্যে 711 পয়েন্ট পায় অদিতি। সে সমাপ্ত হয়ে যাওয়া 2023 হ্যাংঝাউ এশিয়াডে ব্যক্তিগত, দতগত ও কম্পাউন্ড বিভাগে দেশকে সোনা এনে দেন ৷

আরও পড়ুন:

  1. '107 পদক...শ্রেষ্ঠত্বকে নতুন মাত্রা দিয়েছেন ক্রীড়াবিদরা', উচ্ছ্বসিত মাস্টার-ব্লাস্টার
  2. 107টি পদক নিয়ে এশিয়াডে চারে শেষ করল ভারত, 'ঐতিহাসিক কৃতিত্ব' বললেন মোদি
  3. এশিয়াডে শত পদকের ছটায় ফিরে দেখা ভারতীয় ক্রীড়া জগতের অতীতের সোনালি কিছু মুহূর্ত

সাংহাই, 27 এপ্রিল: গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে 6টি সোনা পেয়েছিলেন ভারত ৷ সেখানে পুরুষ, মহিলা ও দলগত ইভেন্টে তিরন্দাজরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ৷ তাতে যাঁরা দেশের ঝুলিতে পদক এনে দিয়েছিলেন তাঁরা ফের একবার তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতলেন ৷ শনিবার সকালে চিনের সাংহাইয়ে অনুষ্ঠিত হওয়া তিরন্দাজি বিশ্বকাপ 2024- এ সেরাটা দিয়ে পুরুষ ও মহিলা কম্পাউন্ড সোনা জিতল এই টুর্নামেন্টে ৷ এর পাশাপাশি অভিষেক ভার্মা এবং জ্যোতি সুরেখা ভেন্নামের কম্পাউন্ড মিক্সড দল এস্তোনিয়াকে 158-157 পরাজিত করে সাংহাইতে তৃতীয় সোনা জিতেছেন ৷

মহিলা দলে ছিলেন ভারতের তিন তিরন্দাজ, জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও পরণীত কৌর। অন্যদিকে, পুরুষ দলে ছিলেন অভিষেক ভার্মা, প্রিয়াংশ, প্রথমেশ ফুগে ৷ খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের মধ্যে। তাতেই শেষ হাসি হাসেন তাঁরা ৷

এদিন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পরণীত কৌর মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ইতালিকে 236-225 ব্যবধানে পরাজিত করে ৷ সিজন-ওপেনিং গ্লোবাল শোপিসে সোনা জিতে তাঁদের খাতা খুলতে মাত্র 4 পয়েন্ট কমেছে। অন্যদিকে, অভিষেক ভার্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফুগের ত্রয়ী দল নেদারল্যান্ডসের মাইক শ্লোসার, সিল প্যাটার এবং স্টেফ উইলেমসকে 238-231-এ পরাজিত করেছে ৷ এতে তাঁদের মাত্র 2 পয়েন্ট কমেছে ৷ গতবছর এশিয়াডে তিরন্দাজি থেকে ভারতের ঝুলিতে সোনা এসেছে 6টি। সেই তালিকায় নাম ছিল এই অভিষেক ভার্মা জ্যোতি সুরেখা ভেন্নম ও পরণীত কৌরের ৷

উল্লেখ্য, তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়ে চারিদিকে হইহই ফেলে দিয়েছিল 16 বছরের অ্যাথলিট অদিতি গোপীচন্দ। অনূর্ধ্ব-18 স্তরের তিরন্দাজিতে রেকর্ড গড়ে সে। কলোম্বিয়ায় তিরন্দাজির বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে 720-র মধ্যে 711 পয়েন্ট পায় অদিতি। সে সমাপ্ত হয়ে যাওয়া 2023 হ্যাংঝাউ এশিয়াডে ব্যক্তিগত, দতগত ও কম্পাউন্ড বিভাগে দেশকে সোনা এনে দেন ৷

আরও পড়ুন:

  1. '107 পদক...শ্রেষ্ঠত্বকে নতুন মাত্রা দিয়েছেন ক্রীড়াবিদরা', উচ্ছ্বসিত মাস্টার-ব্লাস্টার
  2. 107টি পদক নিয়ে এশিয়াডে চারে শেষ করল ভারত, 'ঐতিহাসিক কৃতিত্ব' বললেন মোদি
  3. এশিয়াডে শত পদকের ছটায় ফিরে দেখা ভারতীয় ক্রীড়া জগতের অতীতের সোনালি কিছু মুহূর্ত
Last Updated : Apr 27, 2024, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.