ETV Bharat / sports

বাতিল ইস্ট-মোহন ডার্বি ! টিকিটের টাকা কীভাবে ফেরত পাবেন জেনে নিন - Derby Ticket Price Refund - DERBY TICKET PRICE REFUND

East Bengal vs Mohun Bagan Derby Ticket Update: বাতিল হয়ে গিয়েছে কলকাতা ডার্বি ৷ প্রশাসন জানিয়েছে, পর্যাপ্ত পুলিশ না-থাকায় ডার্বি আয়োজন সম্ভব নয় ৷ কীভাবে ফেরত পাবেন টিকিটের টাকা ? জানতে পড়ুন প্রতিবেদনটি ৷

East Bengal vs Mohun Bagan
টিকিটের টাকা কীভাবে ফেরত পাবেন ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 6:58 PM IST

Updated : Aug 17, 2024, 7:06 PM IST

কলকাতা, 17 অগস্ট: ডুরান্ড ডার্বি বাতিল ৷ প্রশাসনিক কারণে, নিরাপত্তাহীনতায় 18 অগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় নির্ধারিত ডার্বি আয়োজন সম্ভব নয় ৷ এই সিদ্ধান্ত সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা ৷ অন্যদিকে একদিন আগে ডার্বি বাতিল হওয়ায় অনেকেই অফলাইন ও অনলাইনে টিকিট কেটে ফেলেছিলেন ৷ ফলে সেই টাকা কীভাবে ফেরত পাওয়া যাবে, সেই প্রশ্নও উঠেছে ৷

ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে ডার্বির টিকিটের দাম ফেরত দেওয়ার বিষয়ে জানিয়ে দেওয়া হবে । অনলাইন এবং অফলাইন দু’ক্ষেত্রেই সিদ্ধান্ত জানানো হবে । একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন আয়োজকরা ৷

আরজি কর কাণ্ডে প্রতিবাদের পরিকল্পনা, টিফো আতঙ্কে ডার্বি বাতিল করল প্রশাসন; হচ্ছে না মোহন-ইস্ট ম্যাচ

ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁরা ডার্বি বদলের চিঠি পেয়েছেন ৷ পয়েন্ট ভাগাভাগি করার কথা বলা হয়েছে ৷ ডার্বি আয়োজনে যে সঙ্কট ঘনাচ্ছে যে তার ইঙ্গিত গত চব্বিশ ঘণ্টা আগেই মিলেছিল ৷ আরজি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার জন্য ডার্বির মঞ্চকে বেছে নিয়েছিলেন দুই প্রধানের সমর্থকরা । সেইভাবে টিফো-ব্যানার তৈরি করছিলেন । সমবেত কণ্ঠে ডার্বির গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর আওয়াজ জোরালো করতে চেয়েছিলেন ৷

বিষয়টি নজর এড়ায়নি প্রশাসনের । তাই বেলা সাড়ে এগারোটায় ডার্বির সাংবাদিক সম্মেলন পিছিয়ে সাড়ে পাঁচটা করা হয় ৷ তখনই জটিলতা যে জোরালো হচ্ছে তা বোঝা যায় ৷ ইতিমধ্যে দুই প্রধানের কাছে ডার্বি বাতিলের চিঠি গিয়েছে ৷ পরে কবে আয়োজিত হবে এবং তা কলকাতার বাইরে করা হবে তার ইঙ্গিত রয়েছে ৷

কলকাতা, 17 অগস্ট: ডুরান্ড ডার্বি বাতিল ৷ প্রশাসনিক কারণে, নিরাপত্তাহীনতায় 18 অগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় নির্ধারিত ডার্বি আয়োজন সম্ভব নয় ৷ এই সিদ্ধান্ত সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা ৷ অন্যদিকে একদিন আগে ডার্বি বাতিল হওয়ায় অনেকেই অফলাইন ও অনলাইনে টিকিট কেটে ফেলেছিলেন ৷ ফলে সেই টাকা কীভাবে ফেরত পাওয়া যাবে, সেই প্রশ্নও উঠেছে ৷

ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে ডার্বির টিকিটের দাম ফেরত দেওয়ার বিষয়ে জানিয়ে দেওয়া হবে । অনলাইন এবং অফলাইন দু’ক্ষেত্রেই সিদ্ধান্ত জানানো হবে । একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন আয়োজকরা ৷

আরজি কর কাণ্ডে প্রতিবাদের পরিকল্পনা, টিফো আতঙ্কে ডার্বি বাতিল করল প্রশাসন; হচ্ছে না মোহন-ইস্ট ম্যাচ

ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁরা ডার্বি বদলের চিঠি পেয়েছেন ৷ পয়েন্ট ভাগাভাগি করার কথা বলা হয়েছে ৷ ডার্বি আয়োজনে যে সঙ্কট ঘনাচ্ছে যে তার ইঙ্গিত গত চব্বিশ ঘণ্টা আগেই মিলেছিল ৷ আরজি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার জন্য ডার্বির মঞ্চকে বেছে নিয়েছিলেন দুই প্রধানের সমর্থকরা । সেইভাবে টিফো-ব্যানার তৈরি করছিলেন । সমবেত কণ্ঠে ডার্বির গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর আওয়াজ জোরালো করতে চেয়েছিলেন ৷

বিষয়টি নজর এড়ায়নি প্রশাসনের । তাই বেলা সাড়ে এগারোটায় ডার্বির সাংবাদিক সম্মেলন পিছিয়ে সাড়ে পাঁচটা করা হয় ৷ তখনই জটিলতা যে জোরালো হচ্ছে তা বোঝা যায় ৷ ইতিমধ্যে দুই প্রধানের কাছে ডার্বি বাতিলের চিঠি গিয়েছে ৷ পরে কবে আয়োজিত হবে এবং তা কলকাতার বাইরে করা হবে তার ইঙ্গিত রয়েছে ৷

Last Updated : Aug 17, 2024, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.