ETV Bharat / politics

আমার মুখে লাগাম পরানোয় আনন্দিত বিরোধীরা, ক্ষুব্ধ কুণাল; কুইজমাস্টার তকমা ডেরেককে - Kunal Ghosh - KUNAL GHOSH

Kunal Ghosh: আমার মুখে লাগাম পরানোয় আনন্দিত হয়েছেন বিরোধীরা ৷ দলে তাঁর রাজ্য সাধারণ সম্পাদক পদ চলে যাওয়ার পর এমনই প্রতিক্রিয়া কুণাল ঘোষের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 7:37 PM IST

Updated : May 1, 2024, 8:01 PM IST

কলকাতা, 1 মে: আমার মুখে লাগাম পরিয়ে আনন্দিত হয়েছেন বিরোধী শিবিরের নেতারা । দল এটা বুঝল না কার মুখে লাগাম পরাচ্ছেন । বুধবার সাংবাদিক সম্মেলনে নিজের দলীয় পদ চলে যাওয়ার পর এটাই প্রতিক্রিয়া কুণাল ঘোষের ।

সকাল থেকেই তাপস রায়কে নিয়ে তাঁর বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে কাটাছেঁড়া হয়েছে । এবং তারপর দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে । এ দিন সন্ধ্যায় সব কিছুরই জবাব দিলেন কুণাল ঘোষ । স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে কেউ যদি সবচেয়ে সরব থাকেন সেটা তিনিই । এরপর দল যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাঁর কিছু বলার নেই । একইসঙ্গে, তাঁর পদ কাড়ার চিঠিতে যাঁর স্বাক্ষর ছিল, তাঁকে নাম না-করে কুইজমাস্টার বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ।

এ দিন দলের তরফে যে বিবৃতি দিয়ে কুণালের অপসারণের কথা ঘোষণা করা হয়, তাতে স্বাক্ষর ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের । তাঁর নাম না-নিলেও কুণাল বলেন, "সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে । সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম । এক্স হ্যান্ডেল থেকে এই দুটি পদ আমি সরিয়েও দিয়েছিলাম । যে পদটা আমি ছেড়ে দিয়েছি, সেই পদ থেকে আমাকে সরিয়ে দিয়ে কার কী আনন্দ হতে পারে আমি বলতে পারছি না । আমি তো আগেই বলেছিলাম আমি মুখপাত্র থাকতে চাই না । আমাকে অব্যাহতি দেওয়া হোক । আমি মিসফিট । দল যা যা দায়িত্ব দিয়েছে, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমি তা পালন করেছি । ফলে যদি কোনও কুইজমাস্টার যদি লেখেন, তাঁকে অপসারণ করা হল, আমি তো তাঁকে জিজ্ঞাসা করব । আপনি কি জানেন, আমি কত তারিখে এই পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম ! আপনি কি জানেন, আমি নিজেই এই দুটি পদ থেকে অব্যাহতি চেয়েছি । আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলিকে আমি মুছে দিয়েছি । তারপরে কীভাবে কুইজমাস্টার এই চিঠি লেখেন !"

কুণালের কথায়, "যখন আমি শুনলাম এই চিঠিটি টাইপ হচ্ছে, আমি ফোন অফ করে ঘুমিয়ে পড়েছিলাম । তারপর এখনও পর্যন্ত মেইল বা ফোনে এই চিঠি আমি পাইনি । যে পদ আমি নিজে ছাড়তে চাই, তার অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের কী আছে ! তাই সেই চিঠি আমি চাইছিও না । আমি শুধু এটুকুই বলতে পারি, যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা মহান ব্যক্তি । মহানুভব । আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক ছিলাম । আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক থেকে যাওয়ার চেষ্টা করব ।"

আরও পড়ুন:

  1. বিজেপির তাপস রায়ের প্রশংসার পরই কুণাল ঘোষকে ‘শাস্তি’ তৃণমূল কংগ্রেসের
  2. বিজেপির তাপস রায়ের প্রশংসা করে কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক কুণালের
  3. কাজ চালানো সম্ভব নয়, পদ ছাড়লেন তৃণমূলে 'মিসফিট' কুণাল; সুদীপকে তুলনা শাহজাহানের সঙ্গে

কলকাতা, 1 মে: আমার মুখে লাগাম পরিয়ে আনন্দিত হয়েছেন বিরোধী শিবিরের নেতারা । দল এটা বুঝল না কার মুখে লাগাম পরাচ্ছেন । বুধবার সাংবাদিক সম্মেলনে নিজের দলীয় পদ চলে যাওয়ার পর এটাই প্রতিক্রিয়া কুণাল ঘোষের ।

সকাল থেকেই তাপস রায়কে নিয়ে তাঁর বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে কাটাছেঁড়া হয়েছে । এবং তারপর দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে । এ দিন সন্ধ্যায় সব কিছুরই জবাব দিলেন কুণাল ঘোষ । স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে কেউ যদি সবচেয়ে সরব থাকেন সেটা তিনিই । এরপর দল যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাঁর কিছু বলার নেই । একইসঙ্গে, তাঁর পদ কাড়ার চিঠিতে যাঁর স্বাক্ষর ছিল, তাঁকে নাম না-করে কুইজমাস্টার বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ।

এ দিন দলের তরফে যে বিবৃতি দিয়ে কুণালের অপসারণের কথা ঘোষণা করা হয়, তাতে স্বাক্ষর ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের । তাঁর নাম না-নিলেও কুণাল বলেন, "সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে । সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম । এক্স হ্যান্ডেল থেকে এই দুটি পদ আমি সরিয়েও দিয়েছিলাম । যে পদটা আমি ছেড়ে দিয়েছি, সেই পদ থেকে আমাকে সরিয়ে দিয়ে কার কী আনন্দ হতে পারে আমি বলতে পারছি না । আমি তো আগেই বলেছিলাম আমি মুখপাত্র থাকতে চাই না । আমাকে অব্যাহতি দেওয়া হোক । আমি মিসফিট । দল যা যা দায়িত্ব দিয়েছে, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমি তা পালন করেছি । ফলে যদি কোনও কুইজমাস্টার যদি লেখেন, তাঁকে অপসারণ করা হল, আমি তো তাঁকে জিজ্ঞাসা করব । আপনি কি জানেন, আমি কত তারিখে এই পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম ! আপনি কি জানেন, আমি নিজেই এই দুটি পদ থেকে অব্যাহতি চেয়েছি । আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলিকে আমি মুছে দিয়েছি । তারপরে কীভাবে কুইজমাস্টার এই চিঠি লেখেন !"

কুণালের কথায়, "যখন আমি শুনলাম এই চিঠিটি টাইপ হচ্ছে, আমি ফোন অফ করে ঘুমিয়ে পড়েছিলাম । তারপর এখনও পর্যন্ত মেইল বা ফোনে এই চিঠি আমি পাইনি । যে পদ আমি নিজে ছাড়তে চাই, তার অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের কী আছে ! তাই সেই চিঠি আমি চাইছিও না । আমি শুধু এটুকুই বলতে পারি, যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা মহান ব্যক্তি । মহানুভব । আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক ছিলাম । আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক থেকে যাওয়ার চেষ্টা করব ।"

আরও পড়ুন:

  1. বিজেপির তাপস রায়ের প্রশংসার পরই কুণাল ঘোষকে ‘শাস্তি’ তৃণমূল কংগ্রেসের
  2. বিজেপির তাপস রায়ের প্রশংসা করে কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক কুণালের
  3. কাজ চালানো সম্ভব নয়, পদ ছাড়লেন তৃণমূলে 'মিসফিট' কুণাল; সুদীপকে তুলনা শাহজাহানের সঙ্গে
Last Updated : May 1, 2024, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.