ETV Bharat / international

জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারে রাশ টানতে বিল পেশ মার্কিন সেনেটে - US BIRTHRIGHT CITIZENSHIP BILL

আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার জন্য মার্কিন সেনেটে বিল পেশ করা হল ৷ ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশ এবার আইনে পরিণত হওয়ার পথে ৷

ETV BHARAT
জন্মগত নাগরিকত্বের অধিকার সীমিত করতে বিল পেশ মার্কিন সেনেটে (চিত্র: এএফপি)
author img

By PTI

Published : Jan 30, 2025, 2:35 PM IST

ওয়াশিংটন, 30 জানুয়ারি: জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে বিল পেশ করা হল মার্কিন সেনেটে ৷ রিপাবলিকান সেনেটরদের একটি প্রতিনিধি দল এই বিল পেশ করেছে, যাতে অবৈধ অভিবাসী এবং অভিবাসী না হয়েও অস্থায়ী ভিসায় আমেরিকায় বসবাসকারী মানুষদের জন্মগত নাগরিকত্ব সীমিত করা যায় ।

বিলের উত্থাপনকারী সেনেটর লিন্ডসে গ্রাহাম, টেড ক্রুজ এবং কেটি ব্রিট ৷ তাঁদের মতে, জন্মগত নাগরিকত্বের অপব্যবহারই অবৈধ অভিবাসনের একটি মূল কারণ এবং এই অধিকার জাতীয় নিরাপত্তাকেও দুর্বল করে । তাঁরা বলেছেন, জন্মগত নাগরিকত্বের উপর কোনও বিধিনিষেধ নেই, বিশ্বের এমন মাত্র 33টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপ্রধানের ক্ষমতা হাতে নিয়ে প্রথম দিনেই এই নিয়ে একটি প্রশাসনিক নির্দেশ জারি করেছেন, যেটা ওয়াশিংটনের একজন ফেডারেল জাজ আটকে রেখেছেন ৷ তার জন্যই এ বিষয়ে আইন প্রণয়নের পথে হাঁটা হচ্ছে ৷

সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের রিপোর্ট বলছে, 2023 সালে অবৈধ অভিবাসীদের 2,25,000 থেকে 2,50,000 সন্তানের জন্ম হয়েছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মানো শিশুদের প্রায় সাত শতাংশ । গ্রাহাম বলেন, জন্মগত নাগরিকত্বের নীতি পরিবর্তন করা আমেরিকার জন্য অনেক আগেই প্রয়োজন ছিল, কারণ এর অপব্যবহার নানাভাবে হচ্ছে ।

তাঁর কথায়, "একটি উদাহরণ হল জন্মগত পর্যটন, যেখানে চিন এবং অন্যান্য দেশের ধনী ব্যক্তিরা শুধু একটি সন্তান জন্মদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন, যিনি একজন আমেরিকান নাগরিক হবেন । যখন আপনি আমেরিকার প্রতি মানুষকে আকর্ষণ করে এমন চুম্বকগুলির দিকে তাকান, তখন দেখতে পারবেন তার মধ্যে অন্যতম জন্মগত নাগরিকত্ব ৷" তিনি আরও বলেন, "জন্মগত নাগরিকত্বের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনিক আদেশেরও আমি প্রশংসা করি । মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নিজেকে একত্রিত করার এবং এই অভ্যেসকে চিরতরে সীমাবদ্ধ করার সময় এসেছে ৷"

অপরদিকে ব্রিট বলেছেন, "মার্কিন নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করা উচিত নয়, তবে ঠিক এটাই অনেক দিন ধরে ঘটে আসছে ৷" গ্রাহামের সুরেই তিনি বলেন, এটি এবার ঠিক করার সময় এসেছে ৷ তাঁর কথায়, "এটি আমাদের জাতির সার্বভৌমত্ব রক্ষা করবে, অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে না এবং আমেরিকার নাগরিকত্ব অভ্যেসকে আরও শক্তিশালী করে তুলবে ৷ পাশাপাশি বিশ্বজুড়ে সমকক্ষ দেশগুলির সঙ্গে আমেরিকাকে আরও ভালোভাবে সংযুক্ত করা নিশ্চিত করবে ৷"

এই বিলটি শুধুমাত্র আইন প্রণয়নের তারিখের পরে জন্মগ্রহণকারী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে । (সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.