রাতে ঘুম আসছে না শ্রীময়ীর, কী করলেন মিস্টার মল্লিক? দেখুন ভিডিয়ো - Kanchan Sreemoyee Video - KANCHAN SREEMOYEE VIDEO
Kanchan and Sreemoyee: সারাদিনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ৷ কখনও মায়ের সঙ্গে আবার কখনও স্বামী কাঞ্চনের সঙ্গে বিশেষ মুহূর্ত তুলে ধরেন তিনি ৷ এবার রাতে তাঁর ঘুম না এলে কাঞ্চন কী করেন, ভিডিয়ো করে দেখালেন শ্রীময়ী ৷
Published : Apr 12, 2024, 4:06 PM IST
হায়দরাবাদ, 12 এপ্রিল: সোশাল মিডিয়ার দৌলতে অভিনেতা-অভিনেত্রীদের সবকিছুতেই নজর রাখেন অনুরাগীরা ৷ বিগত কয়েক মাস ধরেই জনপ্রিয়তার নিরিখে প্রথমদিকে রয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ ৷ জীবনের ছোট ছোট মুহূর্তকে শ্রীময়ী ভাগ করে নেন সোশাল মিডিয়ায় ৷ বৃহস্পতিবার রাতের একটি ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শ্রীময়ী ৷ রাতে তাঁর ঘুম আসছিল না ৷ তার জন্য স্বামী কাঞ্চন কী করলেন, তাই জানিয়েছেন শ্রীময়ী ৷
তিনি ভিডিয়ো করে বলেন, "কাঞ্চন কী করছে ? আমাকে গল্প পড়ে শোনাচ্ছে ৷ রাতের বেলা ঘুম আসছে না, তাই গল্প পড়ে শোনাচ্ছে ৷" তবে সেখানে শুধু শ্রীময়ী শ্রোতা ছিলেন না ৷ কাঞ্চনের গল্প শুনতে উপস্থিত ছিলেন পরিবারের ছোট দুই সদস্যও ৷ তারাও জানান, কাকা গল্প শোনাচ্ছে ৷ এরপরই ক্যামেরা নিয়ে যাওয়া হয় কাঞ্চনের কাছে ৷ শ্রীময়ী আদুরে গলায় প্রশ্ন করেন, "কী করছো?" কাঞ্চন উত্তর দেন, "তোমাকে গল্প পড়ে শোনাচ্ছি ৷" এই কথা শুনে ক্যামেরার পিছন থেকে শ্রীময়ী বলে বসেন. কী প্রেম তোমার আমার প্রতি ৷ রাত একটার সময় গল্পের বই পড়ে শোনাচ্ছে ৷ কারণ বউয়ের ঘুম আসছে না ৷
প্রসঙ্গত, 2 মার্চ সাত পাঁকে বাধা পড়েন কাঞ্চন-শ্রীময়ী ৷ এর আগে ভ্যালেন্টাইনস দিবসে আইনী বিয়ে সারেন ৷ সামাজিক রীতি মেনে বিয়ে করেন 2 তারিখ ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেন অভিনেতা-অভিনেত্রী ৷ কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় বিয়ে ৷ এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয় কাঞ্চন-শ্রীময়ীকে ৷ এমনকী, রিসেপশনে গাড়ির চালক ও সাংবাদিকদের প্রবেশ নিষেধের মতো বোর্ড টাঙিয়েও সমালোচনার মুখে পড়েন তাঁরা ৷ অবশ্য পরবর্তী সময়ে ক্ষমাও চেয়ে নেন সোশাল মিডিয়ায় ৷
আরও পড়ুন
1. খুনের রহস্য কিনারা করতে ময়দানে 'ম্যাডাম সেনগুপ্ত', হয়ে গেল ছবির শুভ মহরত
2. 'গোটা বিষয়টার কোনও মানে নেই', শিল্পার ভাইরাল ভিডিও নিয়ে অকপট ঋতুপর্ণা
3. 'আসল খেলা এবার শুরু', প্রকাশ্যে এল 'দাবাড়ু' মুক্তির তারিখ