কলকাতা, 20 জানুয়ারি: পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন একটি কারখানায় ভয়াবহ আগুন ৷ 4 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ওই কারখানায় বেলা আড়াইটে নাগাদ আগুন লাগে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 14টি ইঞ্জিন পৌঁছয় ৷ প্রায় 3 ঘণ্টারও বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷
পুলিশ সূত্রে খবর, স্টেশন সংলগ্ন ওই কারখানায় তার তৈরি হত ৷ প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ এ দিন দুপুরে হঠাৎই ওই কারখানার ভিতর থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা ৷ খবর যায় দমকলে ৷ দমকলের 14 টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ৷
অভিযোগ, ঘিঞ্জি এলাকায় আগুনের উৎসস্থলে পৌঁছতে সমস্যায় পড়েন দমকলের কর্মীরা ৷ চেষ্টা করে পৌঁছেও, ভিতরে জল দেওয়ার কোনও জায়গা প্রথমে খুঁজে পাননি তাঁরা ৷ পরে স্থানীয়দের মদতে দেওয়াল ভেঙে জল দেওয়া শুরু করে দমকল ৷ তবে, ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের ৷
স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় বেআইনি কাজকর্ম হতো ৷ ওই এলাকার বাসিন্দা এক ব্যক্তি অভিযোগ করেন, "সব বেআইনি কাজ হয় এই কারখানায় ৷ ভিতরে ড্রাম-ড্রাম পেট্রল ও ডিজেল মজুত করে রাখা আছে ৷ সেই কারণে আগুন আরও বাড়ছে ৷ তারের কারখানা ছিল ৷ কিন্তু, আরও অনেক বেআইনি কাজ হয় ৷"
তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷ অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে প্রভাবিত হয় শিয়ালদা দক্ষিণ শাখার রেল পরিষেবা ৷ আগুনের জেরে তিন ও চার নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা দক্ষিণ ও উত্তরের সংযোগকারী লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় ৷ এমনকি শিয়ালদা দক্ষিণ শাখার অন্যান্য রুটের ট্রেনও সাময়িক দেরিতে চলাচল করে ৷