ETV Bharat / entertainment

কলকাতা বইমেলায় লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে হাজির 'ইতি মাধবী' - মাধবী মুখোপাধ্যায়ের জীবনী

Iti Madhabi: শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও পবিত্র সরকারের উপস্থিতিতে কলকাতা বইমেলায় প্রকাশিত হল লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে ইতি মাধবী ৷ তবে শারীরিক অসুস্থতার কারণে মাধবী মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 12:58 PM IST

Updated : Jan 30, 2024, 3:56 PM IST

বইমেলায় লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে হাজির 'ইতি মাধবী'

কলকাতা, 30 জানুয়ারি: প্রকাশিত হল লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জীবনী 'ইতি মাধবী'। কলকাতা আন্তর্জাতিক বইমেলার 'কারিগর' স্টলে প্রকাশিত হয়েছে বইটি । বই প্রকাশে হাজির ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, লীনা গঙ্গোপাধ্যায়, চৈতালী দাশগুপ্ত-সহ টলিউডের বহু কুশীলব । তবে, যাঁকে ঘিরে এই বই সেই মাধবী মুখোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হতে পারেননি ।

লীনা গঙ্গোপাধ্যায় জানান, "মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে মাধবীদিকে অনেক জায়গায় ছুটতে হচ্ছে । ফলে ঠান্ডা লাগিয়েছেন । প্রেশার আপ-ডাউন করছে । ওঁর বাড়ি থেকে সবটা জানানোয় আমরাই বলি, দিদির সুস্থ থাকাটা জরুরি । আমরা ওনার বাড়িতে বই পৌঁছে দেব ।"

এই বইতে রয়েছে মাধবী মুখোপাধ্যায়ের মেয়েবেলা থেকে শুরু করে তাঁর বাংলা নাটক, সিনেমার নানা গল্প । উঠে এসেছে তাঁর জীবনের অনেক অজানা কাহিনি, যা নাকি নিজেই ভুলতে বসেছিলেন মাধবী মুখোপাধ্যায় । বইয়ের পাতায় মাধবী মুখোপাধ্যায় লিখেছেন তাঁর মনের নানা কথা । এই বইটি বাঙালি দর্শক তথা পাঠকের কাছে মূল্যবান আকর হয়ে থেকে যাবে বলে মনে করছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং পবিত্র সরকার ।

অভিনেত্রীর প্রথম ছবিতে অভিনয় ছিল শিশুশিল্পী হিসেবে ৷ 1950 সালে 'কাঁকনতলা লাইট রেলওয়ে' তাঁর প্রথম ছবি । মাধবীর আসল নাম ছিল মাধুরী । এরপরে 1956 সালে তপন সিংহের 'টনসিল' ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন । 1960 সালে মৃণাল সেনের 'বাইশে শ্রাবণ', ঋত্বিক ঘটকের 'সুবর্ণরেখা' ছবিতে অভিনয় করেন তিনি । প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তাঁর নতুন নামকরণ করেন মাধবী । সত্যজিৎ রায়ের পরিচালনায় 1963 সালে 'মহানগর' ছবিতে আরতির ভূমিকায় তাঁর অভিনয় সাড়া ফেলেছিল দর্শকমহলে ।

এরপর তিনি 1964 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হন । 1965 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় 'কাপুরুষ' ছবিতেও দর্শকের নজর পড়ে তাঁর দিকে । বাংলা নাটক থেকে চলচ্চিত্র এবং মেগা সিরিয়াল - বিনোদনের সব মাধ্যমেই অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায় । লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনী এবং প্রযোজনাতে 'ইষ্টি কুটুম' এবং সম্প্রতি 'বালিঝড়' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি । উল্লেখ্য, 'আত্মজা' নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন মাধবী মুখোপাধ্যায় ।

আরও পড়ুন:

  1. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
  2. মোবাইলে কিউআর কোড থাকলেও নো চিন্তা ! হাতের মুঠোয় বইমেলার মানচিত্র
  3. পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে বইমেলার 'শিশু দিবস' পালন গিল্ডের

বইমেলায় লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে হাজির 'ইতি মাধবী'

কলকাতা, 30 জানুয়ারি: প্রকাশিত হল লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জীবনী 'ইতি মাধবী'। কলকাতা আন্তর্জাতিক বইমেলার 'কারিগর' স্টলে প্রকাশিত হয়েছে বইটি । বই প্রকাশে হাজির ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, লীনা গঙ্গোপাধ্যায়, চৈতালী দাশগুপ্ত-সহ টলিউডের বহু কুশীলব । তবে, যাঁকে ঘিরে এই বই সেই মাধবী মুখোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হতে পারেননি ।

লীনা গঙ্গোপাধ্যায় জানান, "মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে মাধবীদিকে অনেক জায়গায় ছুটতে হচ্ছে । ফলে ঠান্ডা লাগিয়েছেন । প্রেশার আপ-ডাউন করছে । ওঁর বাড়ি থেকে সবটা জানানোয় আমরাই বলি, দিদির সুস্থ থাকাটা জরুরি । আমরা ওনার বাড়িতে বই পৌঁছে দেব ।"

এই বইতে রয়েছে মাধবী মুখোপাধ্যায়ের মেয়েবেলা থেকে শুরু করে তাঁর বাংলা নাটক, সিনেমার নানা গল্প । উঠে এসেছে তাঁর জীবনের অনেক অজানা কাহিনি, যা নাকি নিজেই ভুলতে বসেছিলেন মাধবী মুখোপাধ্যায় । বইয়ের পাতায় মাধবী মুখোপাধ্যায় লিখেছেন তাঁর মনের নানা কথা । এই বইটি বাঙালি দর্শক তথা পাঠকের কাছে মূল্যবান আকর হয়ে থেকে যাবে বলে মনে করছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং পবিত্র সরকার ।

অভিনেত্রীর প্রথম ছবিতে অভিনয় ছিল শিশুশিল্পী হিসেবে ৷ 1950 সালে 'কাঁকনতলা লাইট রেলওয়ে' তাঁর প্রথম ছবি । মাধবীর আসল নাম ছিল মাধুরী । এরপরে 1956 সালে তপন সিংহের 'টনসিল' ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন । 1960 সালে মৃণাল সেনের 'বাইশে শ্রাবণ', ঋত্বিক ঘটকের 'সুবর্ণরেখা' ছবিতে অভিনয় করেন তিনি । প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তাঁর নতুন নামকরণ করেন মাধবী । সত্যজিৎ রায়ের পরিচালনায় 1963 সালে 'মহানগর' ছবিতে আরতির ভূমিকায় তাঁর অভিনয় সাড়া ফেলেছিল দর্শকমহলে ।

এরপর তিনি 1964 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হন । 1965 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় 'কাপুরুষ' ছবিতেও দর্শকের নজর পড়ে তাঁর দিকে । বাংলা নাটক থেকে চলচ্চিত্র এবং মেগা সিরিয়াল - বিনোদনের সব মাধ্যমেই অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায় । লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনী এবং প্রযোজনাতে 'ইষ্টি কুটুম' এবং সম্প্রতি 'বালিঝড়' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি । উল্লেখ্য, 'আত্মজা' নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন মাধবী মুখোপাধ্যায় ।

আরও পড়ুন:

  1. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
  2. মোবাইলে কিউআর কোড থাকলেও নো চিন্তা ! হাতের মুঠোয় বইমেলার মানচিত্র
  3. পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে বইমেলার 'শিশু দিবস' পালন গিল্ডের
Last Updated : Jan 30, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.