কলকাতা, 19 জুলাই: কয়েকদিন আগেই ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত ৷ হাসপাতাল থেকে ফিরেই তাঁর সোশাল পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা ৷ শুধু তাই নয়, নিজের নাম থেকে সরালেন সেনগুপ্ত পদবীও ৷ যীশুর সঙ্গে সব ঠিক আছে কী? আশঙ্কা প্রকাশ নেটিজেনদের ৷ পাশে থাকার বার্তা সিনে তারকাদের ৷
সেনগুপ্ত পদবী সরিয়ে নীলাঞ্জনা নিজের নাম দুবার ব্যবহার করেছেন ৷ সাদাকালো ছবি ব্যবহার করে পোস্টে লিখেছেন, "এই বছরটা খুব অস্থির গিয়েছে ৷ একটা হারানোর পর আবার একটা হারানো ৷ একটা কঠিন সময় পেরোনোর পর আবার একটা কঠিন সময় ৷ একটা যুদ্ধ শেষ হওয়ার পর আবার একটা যুদ্ধ ৷ তা সত্ত্বেও, ইউনিভার্স আমাকে জীবনের আসল রং দেখিয়ে চলেছে ৷"
তিনি আরও লেখেন, "ইউনিভার্স দেখিয়েছে ভাঙা জিনিসও কীভাবে সুন্দর হয়ে ওঠে ৷ দেখিয়েছে আমায় কারা ভালোবাসেন, আগলে রাখেন ৷ আমার হৃদয়ের স্পন্দন ও আমার শক্তি সারা, জারা ও চন্দনা ৷ তোমাদের ভালোবাসি ৷ ধন্যবাদ সকলকে, যাঁরা আমার খোঁজ নিয়েছেন, ফোন করেছেন, মেসেজ করেছেন ৷ এখন আমি একটু সময় চাই ৷ নতুন করে শুরু করতে চাই ৷ তোমাদের প্রার্থণায় আমাকে রেখো ৷"
নীলাঞ্জনার এই পোস্টের পর মেয়ে সারা সেনগুপ্ত লেখেন, "তোমার জন্য আমার গর্ব হয় মা ৷" অভিনেত্রী দর্শণা বণিক, রূপাঞ্জনা মিত্র, মিমি চক্রবর্তী পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ কঠিন সময়ে শক্ত থাকার বার্তা দিয়েছেন ৷ উল্লেখ্য, মাসখানেক আগেই মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন নীলাঞ্জনা।
এই পোস্টের পরেই যীশুর সঙ্গে নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে অনেক অনুরাগী নেটপাড়ায় কৌতুহল প্রকাশ করেন ৷ এদিকে, অভিনেতা যীশু শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন ৷ তিনি এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি ৷ দুই তারকা 2004 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তাঁদের সারা ও জারা দুই কন্যা সন্তান রয়েছে ৷ 20 বছরের দাম্পত্য জীবনের পথ চলা কী তবে শেষ? উত্তর দেবে সময় ৷