ETV Bharat / bharat

ব্যাগের জন্য অতিরিক্ত টাকা ধার্য করায় 7 হাজার টাকা জরিমানা গুনল শপিং মল - Shopping Mall Fined - SHOPPING MALL FINED

Shopping Mall Fined: শপিং ব্যাগের চার্জ 10 টাকা নেওয়ার দায়ে 7 হাজার টাকা জরিমানা শপিংমলকে ৷ কর্ণাটকের একটি শপিং মলের ঘটনা ৷ উপভোক্তা বাসভরাজ একজন উকিল ৷ ব্যাগের টাকা দিতে না চেয়ে আদালতে মামলা করেছিলেন ৷ সেই মামলার রায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 5:00 PM IST

দাভানাগেরে (কর্ণাটক), 7 এপ্রিল: শপিং ব্যাগের জন্য অতিরিক্ত 10টাকা ধার্য করেছিল শপিংমল ৷ ক্রেতা সেই টাকা না-দিতে চাওয়ায় দাভানাগেরে জেলা আদালতে শপিং মলটির বিরুদ্ধে মামলা দায়ের করেন এক আইনজীবী উপভোক্তা ৷ সেই মামলার রায়ে সংশ্লিষ্ট শপিং মলকে জরিমানা 7 হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন ৷

এই প্রসঙ্গেই আইনজীবী আর বাসবরাজ জানান, 2023 সালের অক্টোবর মাসে তিনি দাভানাগেরের গুন্ডি সার্কেলের কাছের একটি শপিংমল থেকে এক জোড়া ট্রাউজার কিনে ছিলেন ৷ যার দাম ছিল 1,499 টাকা। সেই সময়ে, লাইফস্টাইল ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি (বস্ত্রের দোকান) ক্যারি ব্যাগের জন্য অতিরিক্ত 10 টাকা ধার্য করে, যা এক প্রকার নীতি বিরুদ্ধ ৷ এরপরই ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনে সংশ্লিষ্ট উপভোক্তা অভিযোগ করেন ওই শপিং মলের বিরুদ্ধে।

অভিযোগ, ওই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন এই ঘটনায় তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ৷ ক্ষতিপূরণ বাবাদ 50 হাজার টাকা দাবি করেন আদালতের কাছে ৷ মামলার খরচ বাবদ আরও 10 হাজার টাকা দিতে হবে বলেও জানান ৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, কোনও ব্যাণিজ্যিক সংস্থা ক্যারি ব্যাগের জন্য অতিরিক্ত বেশি চার্জ করতে পারে না ৷ তা অত্যন্ত বেআইনি ৷ তাই অভিযোগকারীকে 10 হাজার টাকা দিতে হবে ৷ আদালতের এই রায়ের পরই জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান মহন্তেশ ইরাপ্পা শিগলি, সদস্য থ্যাগরাজন এবং বিইউ গীথা শপিং মলকে 7 হাজার টাকা জরিমানা ধার্য করেছেন ৷

আরও পডু়ন:

  1. অনলাইন গেমিংয়ে 28% জিএসটি, 9 হাইকোর্টের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
  2. কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

দাভানাগেরে (কর্ণাটক), 7 এপ্রিল: শপিং ব্যাগের জন্য অতিরিক্ত 10টাকা ধার্য করেছিল শপিংমল ৷ ক্রেতা সেই টাকা না-দিতে চাওয়ায় দাভানাগেরে জেলা আদালতে শপিং মলটির বিরুদ্ধে মামলা দায়ের করেন এক আইনজীবী উপভোক্তা ৷ সেই মামলার রায়ে সংশ্লিষ্ট শপিং মলকে জরিমানা 7 হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন ৷

এই প্রসঙ্গেই আইনজীবী আর বাসবরাজ জানান, 2023 সালের অক্টোবর মাসে তিনি দাভানাগেরের গুন্ডি সার্কেলের কাছের একটি শপিংমল থেকে এক জোড়া ট্রাউজার কিনে ছিলেন ৷ যার দাম ছিল 1,499 টাকা। সেই সময়ে, লাইফস্টাইল ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি (বস্ত্রের দোকান) ক্যারি ব্যাগের জন্য অতিরিক্ত 10 টাকা ধার্য করে, যা এক প্রকার নীতি বিরুদ্ধ ৷ এরপরই ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনে সংশ্লিষ্ট উপভোক্তা অভিযোগ করেন ওই শপিং মলের বিরুদ্ধে।

অভিযোগ, ওই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন এই ঘটনায় তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ৷ ক্ষতিপূরণ বাবাদ 50 হাজার টাকা দাবি করেন আদালতের কাছে ৷ মামলার খরচ বাবদ আরও 10 হাজার টাকা দিতে হবে বলেও জানান ৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, কোনও ব্যাণিজ্যিক সংস্থা ক্যারি ব্যাগের জন্য অতিরিক্ত বেশি চার্জ করতে পারে না ৷ তা অত্যন্ত বেআইনি ৷ তাই অভিযোগকারীকে 10 হাজার টাকা দিতে হবে ৷ আদালতের এই রায়ের পরই জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান মহন্তেশ ইরাপ্পা শিগলি, সদস্য থ্যাগরাজন এবং বিইউ গীথা শপিং মলকে 7 হাজার টাকা জরিমানা ধার্য করেছেন ৷

আরও পডু়ন:

  1. অনলাইন গেমিংয়ে 28% জিএসটি, 9 হাইকোর্টের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
  2. কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.