ভুজ(গুজরাত), 16 সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক ঘণ্টা আগেই পালটে দেওয়া হল দেশের প্রথম বন্দে মেট্রোর নাম ৷ ভুজ-আমেদাবাদ বন্দে মেট্রোর নাম বদলে রাখা হল 'নমো ভারত ব়্যাপিড রেল' ৷ সোমবার এ কথাই জানাল কেন্দ্রীয় রেল মন্ত্রক ৷ এদিন বিকেলে ট্রেন উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ভার্চুয়ালি দেশের প্রথম মেট্রো উদ্বোধন করবেন তিনি ৷ তার আগেই এই নাম বদলের কথা জানাল রেল মন্ত্রক ৷
জানা গিয়েছে, আন্তঃনগর সংযোগ বাড়ানোর উদ্দেশে এই রেল পরিষেবা ৷ এই মেট্রোর পরিষেবার মাধ্যমে মাত্র 5 ঘণ্টা 45 মিনিটে ভুজ থেকে আমেদাবাদে পৌঁছে যাওয়া যাবে ৷ নিমেষের মধ্যে 359 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন ৷ ভুজ থেকে আমদেবাদের মধ্যে মাত্র 9টি স্টেশনে থামবে এই ট্রেন ৷ জনসাধারণের জন্য 17 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ট্রেন পরিষেবা । খরচ পড়বে মাত্র 455 টাকা ।
রেলের এক মুখপাত্র জানিয়েছেন, "মন্ত্রক বন্দে মেট্রোর নাম পরিবর্তন করে নমো ভারত র্যাপিড রেল করার সিদ্ধান্ত নিয়েছে ৷" রেল মন্ত্রকের মতে, অন্যান্য মেট্রোগুলি শুধুমাত্র অল্প দূরত্ব পর্যন্ত চলবে ৷ কিন্তু নমো ভারত ট্রেনগুলি আমেদাবাদের কেন্দ্র থেকে শুরু করে প্রায় আশেপাশের সমস্ত এলাকায় চলবে ৷ এই ট্রেনে চড়তে পারবেন মোট 1,150 জন যাত্রী ৷ ট্রেনের কোচ সংখ্যা 12টি ৷ এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক সিট, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন এবং মডুলার ইন্টেরিয়র ৷ একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় বাকি মেট্রো থেকে সম্পূর্ণ আলাদা এই মেট্রো ৷
রেল মন্ত্রকের মতে, ঐতিহ্যবাহী শহরতলির ট্রেন এবং মেট্রো কোচ থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হল এর মডুলার ডিজাইন ৷ এর মধ্যে ইজেক্টর-ভিত্তিক ভ্যাকুয়াম ইভাকুয়েশন টয়লেট রয়েছে । মন্ত্রকের মুখপাত্রের কথায়, "ট্রেনটির মাধ্যমে মধ্য-দূরত্বের শহরগুলির মধ্যে দ্রুত যাত্রা করা যাবে ।"