কলকাতা/আসানসোল, 25 নভেম্বর: যৌন হেনস্তার মামলায় 28 নভেম্বর পর্যন্ত বিকাশ মিশ্রকে পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত ৷ এর জেরে পিছিয়ে গেল কয়লাপাচার-কাণ্ডে চার্জ গঠনের প্রক্রিয়া ৷
কারণ, বিকাশ কয়লাপাচার-কাণ্ডে অভিযুক্ত৷ তাঁকে সোমবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো যায়নি আলিপুর আদালতে পেশ করার জন্য ৷ সেই কারণেই সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে পারলেন না ৷
কয়লাপাচার মামলায় আগেই বিকাশ মিশ্র গ্রেফতার হন ৷ বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন ৷ সেখান থেকেই তাঁকে রবিবার গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ ৷ নাবালিকা ভাইঝি-কে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সেই মামলায় এ দিন তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক 28 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷
কিন্তু, এদিন আসানসোল সিবিআই আদালতেও বিকাশ মিশ্রকে পেশ করার কথা ছিল ৷ সেখানে কয়লাপাচার-কাণ্ডে চার্জ গঠন করা হবে ৷ মামলার সঙ্গে জড়িত বাকি 47 জন অভিযুক্ত এ দিন এজলাসে উপস্থিত ছিলেন ৷ কিন্তু, বিকাশ উপস্থিত না-থাকায়, চার্জ গঠন করা গেল না ৷
তবে, বিকাশ মিশ্রকে যাতে ভার্চুয়ালি পেশ করা যায়, তার চেষ্টা করেছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ তিনি প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে এ নিয়ে ইমেল করেছিলেন ৷ পাশাপাশি, সেই মামলার শুনানি কী অবস্থায় রয়েছে, তাও জানতে চেয়েছিলেন ৷ কিন্তু, বিকাশকে সশরীরে আলিপুর আদালতে পেশ করানোয় ও তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোয়, সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করানো সম্ভব হয়নি ৷
কয়লাপাচার-কাণ্ডে অভিযুক্তদের আইনজীবী সোমনাথ চট্টরাজ এবং অভিষেক মুখোপাধ্যায় বলেন, "যেহেতু বিকাশ মিশ্রকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ৷ সেই কারণে, নিয়ম মোতাবেক তাঁকে ভার্চুয়ালি কোর্টে হাজির করানো যায়নি ৷ আর তাই 48 জন অভিযুক্তের মধ্যে 47 জন সিবিআই আদালতে উপস্থিত থাকলেও চার্জ গঠন আবারও পিছিয়ে গেল ৷" আগামী 10 ডিসেম্বর ফের চার্জ গঠনের দিন ধার্য করেছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক ৷ এখন দেখার ওইদিন কয়লাপাচার-কাণ্ডে চার্জ গঠন সম্ভব হয় কি না !