ETV Bharat / bharat

বনগাঁয় বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি 'গরু পাচারকারী' কনস্টেবলের

Cattle Smuggling: রাতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরু নিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন ৷ তাদের মধ্যে একজন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
বিএসএফের গুলিতে মৃত বিজিবি কনস্টেবল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 9:48 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ গার্ড বর্ডারের এক কনস্টেবল ৷ এই খবর জানিয়েছে বিএসএফ ৷ ওই মৃত কনস্টেবল গরু পাচারে জড়িত বলেও অভিযোগ তুলেছে বিএসএফ ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকায় ৷ মৃতের বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার এবং বিএসএফ জওয়ানের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় বিজিবি-র কনস্টেবলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএসএফ ৷ এর আগেও বিজিবি-র গরুপাচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

বিএসএফ সূত্রে খবর, 22 জানুয়ারি সীমান্ত চৌকি সুটিয়ার জওয়ানরা রাতের শিফটে টহল দিচ্ছিল ৷ তখন ডিউটিতে থাকা জওয়ানরা বাংলাদেশ থেকে কয়েকজনকে ভারতে ঢোকার চেষ্টা করতে দেখে ৷ তাদের সঙ্গে 4-5টি গরু ছিল ৷

বিএসএফ জওয়ানরা ওই গরুপাচারকারীদের আটকানোর চেষ্টা করে ৷ এই পরিস্থিতিতে চোরাকারবারিরা ওই বিএসএফ জওয়ানকে একা পেয়ে চারদিক থেকে ঘিরে ধরে ৷ এর সঙ্গে ধারালো ছুরি ও তলোয়ার দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ৷ বিপদ বুঝে এবং অন্য কোনও উপায় না-পেয়ে ওই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গরুপাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তাতে পাচারকারীদের দলে থাকা এক সদস্য আহত হয় ৷

এই সময় চারদিক কুয়াশাচ্ছন্ন থাকার সুযোগে ওই পাচারকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ৷ এদিকে গবাদি পশু সমেত ওই আহত ব্যক্তিকে তারা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে ফেলে রেখে যায় ৷ এই সময় গুলির আওয়াজ শুনে কর্তব্যরত অন্য জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে আহত পাচারকারীর প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ তারপর তাকে বনগাঁ সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ এদিকে ওই ঘটনাস্থল তল্লাশি করে একটি গরু ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে বিএসএফ ৷

অন্যদিকে এই ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র কর্মকর্তারা বিএসএফের সঙ্গে বৈঠক করে ৷ বৈঠকে বিজিবি জানায়, তাদের একজন কনস্টেবল নিখোঁজ রয়েছেন ৷ তারা সন্দেহ করছে যে, তিনি ভারতীয় সীমান্তের দিকে এসেছেন ৷ এই সময় বিএসএফ ওই মৃত পাচারকারীর ছবি দেখায় ৷ তখনই বিজিবি নিশ্চিত হয় যে, নিখোঁজ কনস্টেবলই আন্তর্জাতিক সীমান্তে গুলিবিদ্ধ হয়েছে ৷ নিহত ওই বাংলাদেশি গরু পাচারকারীর পরিচয় মহম্মদ রিয়াসুদ্দিন ৷ সে বর্ডার গার্ড বাংলাদেশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিল ৷ তার সহযোগিতায় তিনি গরু পাচার চলছিল ৷ নিহত বাংলাদেশি জওয়ান কেন গরু পাচারকারীদের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে এসে বিএসএফ জওয়ানের উপর হামলা করেছিল, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. কাঁটাতার পেরিয়ে মানবিকতা, জিরো লাইনে বাবার শেষকৃত্যে থাকার অনুমতি বাংলাদেশি মেয়েকে
  2. লক্ষাধিক মূল্যের 10টি সোনার চুড়ি উদ্ধার বিএসএফের, ধৃত 5 মহিলা
  3. পাচারকারীপাচারের আগে উদ্ধার 70 লক্ষের সোনার বিস্কুট, গ্রেফতার এক

কলকাতা, 23 জানুয়ারি: দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ গার্ড বর্ডারের এক কনস্টেবল ৷ এই খবর জানিয়েছে বিএসএফ ৷ ওই মৃত কনস্টেবল গরু পাচারে জড়িত বলেও অভিযোগ তুলেছে বিএসএফ ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকায় ৷ মৃতের বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার এবং বিএসএফ জওয়ানের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় বিজিবি-র কনস্টেবলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএসএফ ৷ এর আগেও বিজিবি-র গরুপাচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

বিএসএফ সূত্রে খবর, 22 জানুয়ারি সীমান্ত চৌকি সুটিয়ার জওয়ানরা রাতের শিফটে টহল দিচ্ছিল ৷ তখন ডিউটিতে থাকা জওয়ানরা বাংলাদেশ থেকে কয়েকজনকে ভারতে ঢোকার চেষ্টা করতে দেখে ৷ তাদের সঙ্গে 4-5টি গরু ছিল ৷

বিএসএফ জওয়ানরা ওই গরুপাচারকারীদের আটকানোর চেষ্টা করে ৷ এই পরিস্থিতিতে চোরাকারবারিরা ওই বিএসএফ জওয়ানকে একা পেয়ে চারদিক থেকে ঘিরে ধরে ৷ এর সঙ্গে ধারালো ছুরি ও তলোয়ার দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ৷ বিপদ বুঝে এবং অন্য কোনও উপায় না-পেয়ে ওই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গরুপাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তাতে পাচারকারীদের দলে থাকা এক সদস্য আহত হয় ৷

এই সময় চারদিক কুয়াশাচ্ছন্ন থাকার সুযোগে ওই পাচারকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ৷ এদিকে গবাদি পশু সমেত ওই আহত ব্যক্তিকে তারা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে ফেলে রেখে যায় ৷ এই সময় গুলির আওয়াজ শুনে কর্তব্যরত অন্য জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে আহত পাচারকারীর প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ তারপর তাকে বনগাঁ সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ এদিকে ওই ঘটনাস্থল তল্লাশি করে একটি গরু ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে বিএসএফ ৷

অন্যদিকে এই ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র কর্মকর্তারা বিএসএফের সঙ্গে বৈঠক করে ৷ বৈঠকে বিজিবি জানায়, তাদের একজন কনস্টেবল নিখোঁজ রয়েছেন ৷ তারা সন্দেহ করছে যে, তিনি ভারতীয় সীমান্তের দিকে এসেছেন ৷ এই সময় বিএসএফ ওই মৃত পাচারকারীর ছবি দেখায় ৷ তখনই বিজিবি নিশ্চিত হয় যে, নিখোঁজ কনস্টেবলই আন্তর্জাতিক সীমান্তে গুলিবিদ্ধ হয়েছে ৷ নিহত ওই বাংলাদেশি গরু পাচারকারীর পরিচয় মহম্মদ রিয়াসুদ্দিন ৷ সে বর্ডার গার্ড বাংলাদেশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিল ৷ তার সহযোগিতায় তিনি গরু পাচার চলছিল ৷ নিহত বাংলাদেশি জওয়ান কেন গরু পাচারকারীদের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে এসে বিএসএফ জওয়ানের উপর হামলা করেছিল, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. কাঁটাতার পেরিয়ে মানবিকতা, জিরো লাইনে বাবার শেষকৃত্যে থাকার অনুমতি বাংলাদেশি মেয়েকে
  2. লক্ষাধিক মূল্যের 10টি সোনার চুড়ি উদ্ধার বিএসএফের, ধৃত 5 মহিলা
  3. পাচারকারীপাচারের আগে উদ্ধার 70 লক্ষের সোনার বিস্কুট, গ্রেফতার এক

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.