Tapan Kandu Murder Case : 'সিবিআইয়ের ওপর আস্থা রয়েছে' চার্জশিট জমার পর জানালেন তপন কান্দুর স্ত্রী - তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে প্রায় 90 দিনের মাথায় সোমবার চার্জশিট পেশ করছে সিবিআই

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 13, 2022, 10:50 PM IST

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে প্রায় 90 দিনের মাথায় সোমবার চার্জশিট পেশ করছে সিবিআই ৷ স্বামীর খুনের চার্জশিট জমার পর নিহত তপন কান্দুর স্ত্রী বলেন, "সিবিআই এখন আংশিক চার্জশিট জমা দিল ৷ আমার সিবিআইয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে ৷ আসল দোষীরা নিশ্চয় ধরা পড়বে ৷ তবে এখনও পর্যন্ত শুটাররা ধরা পড়েনি ৷ তারা ধরা পড়লে ভাল হত ৷ যে আসামীরা এখনও পর্যন্ত ধরা পড়েছে তারা তো নিজেই বলেছে আমাদের পিছনে বড় বড় মাথা রয়েছে ৷ গ্রেফতার হওয়া আসামীদের সিবিআই জিজ্ঞাসাবাদ করা হোক তাহলে বেরিয়ে আসবে ওই বড় মাথার নাম ৷ আমি আগেই বলেছি এই হত্যায় পুলিশরা জড়িত রয়েছে ৷ আমি ওই আইসির কথা বলছি ৷ উনি এখনও ডিউটি করছেন ৷ তাঁকেও গ্রেফতার করা উচিত ৷ শুধু তিনি নন তৃণমূলের নেতারাও এতে জড়িত রয়েছেন ৷ সিবিআইয়ের পাশাপাশি আদালতের উপরও আস্থা রয়েছে ৷ আমরা এর সঠিক বিচার পাব (Wife reaction on cbi files chargesheet in tapan Kandu murder case)৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.