নিশীথ রাজবংশী নন, তাঁকে রাজমুকুট পরার অধিকার কে দিল ? প্রশ্ন রবীন্দ্রনাথের - নিশীথ প্রামাণিক
🎬 Watch Now: Feature Video
কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে আক্রমণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ তিনি বলেন, "নিশীথ প্রামাণিককে রাজমুকুট (কোচবিহার রাজাদের পাগড়ি) পরার অধিকার কে দিল ? নিজেকে রাজবংশী বলে পরিচয় দেয় কিন্তু সে রাজবংশী সম্প্রদায়ের নন ৷ বাংলাদেশের রংপুরে থাকাকালীন ওদের পদবী ছিল পরামাণিক, এখন এখানে হয়েছে প্রামাণিক ৷"