হায়দরাবাদ: কয়েকমাস আগেই অস্ট্রেলিয়ায় ছোটদের সোশাল মিডিয়া নিষিদ্ধ করার আইন পাস হয়েছে ৷ এবার সেই পথেই কি হাঁটতে চলেছে ভারত ! 18 অনূর্ধ্বদের সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার জন্য বাবা-মায়ের অনুমতি লাগবে ৷ এক কথায় অভিভাবকদের অনুমতি ছাড়া কোনওভাবেই সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না 18 অনুর্ধ্বরা ৷ শুক্রবার কেন্দ্রের তরফে ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইনে এই খসড়া প্রকাশ করা হয়েছে ৷ 18 ফেব্রুয়ারির মধ্যে mygov পোর্টালের মাধ্যমে নাগরিকরা এই সম্পর্কে মতামত জানাতে পারবেন ৷
ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, 2023-এর খসড়াতে 18 বছরের কম অর্থাৎ অপ্রাপ্তবয়স্কদের সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছিল । অপ্রাপ্তবয়স্ক ও শিশুদের তথ্য সুরক্ষায় জোর দিতেই এই খসড়া ৷ সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে বাবা-মায়ের অনুমতি নেওয়া হয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে ৷ অনুমোদনের জন্য সরকারের তরফে জারি করা পরিচয়পত্র অথবা ডিজিটাল পরিচয়পত্র (যা ডিজি লকারে সেভ করা) ব্যবহার করা যেতে পারে ৷ অনুমতি পত্র সঠিকভাবে যাচাই করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে ৷
Draft DPDP rules are open for consultation. Seeking your views.https://t.co/cDtyw7lXDN
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 3, 2025
খসড়া আইনে বলা হয়েছে, শিশুদের তথ্য সুরক্ষিত রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ সমাজমাধ্যমে কোনও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ছডিয়ে পড়লে সেটি মুছে দেওয়া বা সরিয়ে দেওয়ার দাবি জানাতে পারেন তিনি ৷ সংশ্লিষ্ট সংস্থাকে সেই তথ্য মুছে দিতে হবে ৷ সমাজ মাধ্যম ব্যবহারে শিশুদের সুরক্ষিত ও তথ্য প্রদানে স্বচ্ছতা বৃ্দ্ধির কথা উল্লেখ করা হয়েছে খসড়াতে ৷ কোনও ভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট সংস্থাকে 250 কোটি টাকা জরিমানা ধার্যের প্রস্তাবও উল্লেখ করা হয়েছে । নতুন খসড়াতে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশুকল্যাণ সংস্থার উপর নিয়মের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ।