হায়দরাবাদ, 4 জানুয়ারি: ফের রুদ্ধশ্বাস অভিযানে বেরোচ্ছেন একেন বাবু ৷ এবার আর রাজস্থানের মরুঅঞ্চল নয় ৷ তিনি রহস্যের সমাধানে পৌঁছচ্ছেন জগন্নাথ ধামে ৷ আসছে 'পুরো পুরী একেন' ৷
15 জানুয়ারি আসবে সিরিজের ট্রেলার ৷ হউচই প্ল্যাটফর্মে সিরিজ স্ট্রিমিং হবে 23 জানুয়ারি থেকে ৷ রোমহর্ষক খুনের সমস্যার সমাধানে হাজির হবেন বুদ্ধিদীপ্ত এই দুঁদে গোয়েন্দা ৷ সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায় ৷ একেন বাবুর ভূমিকায় চেনা ছন্দে হাজির অনির্বাণ চক্রবর্তী ৷
জয়দীপ বলেন, "এই সিরিজ পরিচালনা করার অভিজ্ঞতা অসাধারণ ৷ ভীষণ মজা হয়েছে ৷ পুরী এমন একটা জায়গা যা আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে ৷ সেখানকার সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি একেন বাবুর অ্যাডভেঞ্চার দর্শকদের মন জয় করে নেবে আশা রাখি ৷"
একেনের সঙ্গে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে বাপি চরিত্রে ৷ সোমক ঘোষ রয়েছেন প্রমথ-র চরিত্রে ৷ আছেন রাজনন্দিনী পাল ৷ তাঁর চরিত্রে নাম প্রমিতা ৷ পাশাপাশি রয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ৷ রাহুলের চরিত্রের নাম অভীক ৷ সুজন দাশগুপ্তের উপন্যাস অবলম্বনে একেন বাবু দর্শকদের মনের মণিকোঠায় বাস করছেন ৷ এবার একেন বাবু ও তাঁর দুই সঙ্গী বাপি-প্রমথকে নিয়ে যাচ্ছেন পুরীতে ৷ গণ্ডগোলের সূত্রপাত এবার সেখানেই ৷
জগন্নাথ ধামের বুকে হয়ে চলেছে একের পর এক খুন ৷ রহস্যের সমাধানে ডাক পড়ে একেনের ৷ একদিকে ভাঙা ভাঙা ওড়িয়া ভাষায় কথা, অন্যদিকে খাবারের প্রতি ভালোবাসা সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধির ধার-দর্শকদের আরও একবার দুঁদে গোয়েন্দার প্রেমে পড়তে বাধ্য করবে ৷