সিডনি, 4 জানুয়ারি: জসপ্রীত বুমরা আর নজির যেন সমার্থক হয়ে গিয়েছে ৷ গত বছর অর্থাৎ, 2024 সালজুড়ে পাঁচদিনের ক্রিকেটে অনবদ্য ছিলেন স্পিডস্টার ৷ যার পুরস্কারস্বরূপ আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন মিলেছে তাঁর ৷ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেও দুরন্ত ছন্দে রয়েছেন গুজরাত পেসার ৷ ইতিমধ্যে গড়ে ফেলেছেন একাধিক নজির ৷ শনিবার জসপ্রীত বুমরার নামে জুড়ল আরও এক অনন্য নজির ৷ 47 বছরের নজির ভেঙে অজিভূমে একটি সিরিজে সর্বাধিক উইকেট শিকারি ভারতীয় হিসেবে রেকর্ড গড়লেন ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক ৷
নয়া নজির গড়ার পথে ভারতীয় ভাঙলেন প্রাক্তন স্পিনার বিষেণ সিং বেদীর রেকর্ড ৷ ক্য়াঙারুর দেশে এতদিন একটি টেস্ট সিরিজে সর্বাধিক 31টি উইকেট ছিল বেদীর নামে ৷ 1977-78 মরশুমে অস্ট্রেলিয়ায় এই নজির গড়েছিলেন প্রয়াত ক্রিকেটার ৷ শনিবার সিডনিতে দিনের প্রথম উইকেটটা তুলে নিতেই নজির গড়ে ফেলেন ভারত অধিনায়ক ৷ দিনের দ্বিতীয় ওভারে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে চলতি সিরিজে 32তম উইকেটটি ঝুলিতে পুরে নেন বুমরা ৷
Marnus Labuschagne is a good Actor 😅 Jokes apart, Peach of a Delivery by Great Jasprit Bumrah 👏🏻 #INDvsAUS pic.twitter.com/o46W8S1PqN
— Richard Kettleborough (@RichKettle07) January 4, 2025
শুক্রবার প্রথমদিনের শেষ বলে অজি ওপেনার উসমান খোয়াজাকে ফিরিয়ে বিষেণ বেদীর সঙ্গে একাসনে বসেছিলেন বুমরা ৷ নজির ছোঁয়ার হাতছানি ছিলই ৷ দ্বিতীয়দিন মর্নিং সেশনে তা পূরণ করতে বিশেষ সময় নিলেন না তিনি ৷ তবে মধ্যাহ্নভোজের বিরতির পর এদিন মাঠ ছাড়তে হয় গুজরাত পেসারকে ৷ দ্বিতীয় সেশনে মাত্র এক ওভার বোলিংয়ের পর মাঠ ছাড়েন তিনি ৷ পরবর্তীতে টিম ডক্টরের সঙ্গে তাঁকে গাড়িতে উঠতে দেখা যায় ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, স্ক্য়ানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভারত অধিনায়ককে ৷
পরিবর্তে সিডনি টেস্টে ভারতের স্ট্য়ান্ড-ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি ৷ তবে বুমরাকে ছাড়াও প্রথম ইনিংসে ভারতকে চার রানে লিড এনে দিলেন অন্য়ান্যরা ৷ ভারতের 185 রানের জবাবে 181 রানে শেষ হল অজিদের প্রথম ইনিংস ৷
অস্ট্রেলিয়ার মাটিতে একটি সিরিজে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার:
- জসপ্রীত বুমরা- 32* (চলতি সিরিজ)
- বিষেণ সিং বেদী- 31 (1977/78)
- ভাগবত চন্দ্রশেখর- 28 (1977/78)
- এরাপল্লি প্রসন্ন- 25 (1967/68)
- কপিল দেব- 25 (1991/92)