ETV Bharat / sports

চোট জল্পনা বাড়ছে ইস্টবেঙ্গলে, মুম্বই ম্যাচের তিন পয়েন্টে জোর অস্কারের - EAST BENGAL IN ISL

ঘেরাটোপে প্র্যাকটিস চলছে, ফলে দেখার সুযোগ নেই । কিন্তু দলের থিঙ্কট্যাঙ্কের শরীরী ভাষায় অস্বস্তি ধরা পড়ছে ।

East Bengal
দলের থিঙ্কট্যাঙ্কের শরীরী ভাষায় অস্বস্তি ধরা পড়ছে (ইস্টবেঙ্গল মিডিয়া)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 4, 2025, 10:51 AM IST

কলকাতা, 4 জানুয়ারি: লাল-হলুদ আকাশে কখনও মেঘ, তো কখনও রোদ্দুর । চলতি জানুয়ারি মাস জুড়ে গুরুত্বপূর্ণ ম্যাচ । তার আগে চোটের জোরালো শঙ্কা ইস্টবেঙ্গলে । সোমবার ঘরের মাঠে অস্কার ব্রুঁজোর ছেলেদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি । তার আগে গত দু’দিন ধরে অনুশীলন করতে পারলেন না আনোয়ার আলি, লালচুননুঙ্গা । ফিজিয়োর কাছে রিহ্যাবে ব্যস্ত থাকলেন ।

শোনা যাচ্ছে চোট নয়, ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হচ্ছে । ফিজিয়োর কাছে রিহ্যাবের পরে বল নিয়ে অনুশীলন করেছেন । মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীও মাঠে আসছেন, কিছুক্ষণ থেকে বেরিয়ে যাচ্ছেন । ঘেরাটোপে প্র্যাকটিস চলছে, ফলে দেখার সুযোগ নেই । কিন্তু দলের থিঙ্কট্যাঙ্কের শরীরী ভাষায় অস্বস্তি ধরা পড়ছে ।

East Bengal
মুম্বই ম্যাচের তিন পয়েন্টে জোর অস্কারের (ইস্টবেঙ্গল মিডিয়া)

এই মুহূর্তে 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এগারো নম্বরে ইস্টবেঙ্গল । প্রথম ছ’য়ে ঢুকে পড়ার আশা বাঁচিয়ে রাখতে ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট জরুরি । তারপরেই ডার্বি । ফলে ফুটবলারদের চোট-আঘাত বাঁচিয়ে মুম্বই ম্যাচ থেকে যেমন পুরো পয়েন্ট তুলতে হবে, তেমনই ডার্বির জন্য হোমওয়ার্ক সেরে রাখতে হবে ।

নতুন বছরে সাউল ক্রেসপোর কলকাতায় প্রত্যাবর্তনের ছবিটা ক্রমেই জোরালো হয়ে উঠছে । তিনি ঠিক কবে আসছেন তা পরিস্কার নয় । অথচ অস্কার ব্রুঁজো বলছেন, ডার্বি কিংবা তার পরের ম্যাচে ক্রেসপোকে পাওয়া যাবে বলে মনে করছেন । তবে তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট-জল্পনার মাঝে আশার আলো হেক্টর ইউস্তের পুরো ফিট হয়ে ওঠা । চোট সমস্যা এবং কার্ড সমস্যা, দুইই কাটিয়ে উঠেছেন তিনি ।

East Bengal
চোটের জল্পনা বাড়ছে ইস্টবেঙ্গলে (ইস্টবেঙ্গল মিডিয়া)

সত্যিই যদি আনোয়ারকে বিশ্রাম দিতে হয়, লালচুননুঙ্গাকেও বাইরে রাখতে হয় তাহলে নতুন করে রক্ষণ সাজাতে হবে লাল-হলুদ হেডস্যরকে । ইতিমধ্যে নিশুকুমার ফিট হয়ে উঠেছেন । মার্কের অর্ন্তভুক্তি হয়েছে । যদিও এখনও পর্যন্ত মাদিহ তালালের পরিবর্তের নাম ঘোষণা করতে পারেনি ইস্টবেঙ্গল । কোচ অস্কার ব্রুঁজোর সঙ্গে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও লগ্নিকারী সংস্থার শীর্ষকর্তা বিভাস আগরওয়াল কথা বলেছিলেন । এখনও সিদ্ধান্ত হয়নি ৷ সব মিলিয়ে লাল-হলুদ আকাশে কখনও রোদ, কখন মেঘ ।

আরও পড়ুন

কলকাতা, 4 জানুয়ারি: লাল-হলুদ আকাশে কখনও মেঘ, তো কখনও রোদ্দুর । চলতি জানুয়ারি মাস জুড়ে গুরুত্বপূর্ণ ম্যাচ । তার আগে চোটের জোরালো শঙ্কা ইস্টবেঙ্গলে । সোমবার ঘরের মাঠে অস্কার ব্রুঁজোর ছেলেদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি । তার আগে গত দু’দিন ধরে অনুশীলন করতে পারলেন না আনোয়ার আলি, লালচুননুঙ্গা । ফিজিয়োর কাছে রিহ্যাবে ব্যস্ত থাকলেন ।

শোনা যাচ্ছে চোট নয়, ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হচ্ছে । ফিজিয়োর কাছে রিহ্যাবের পরে বল নিয়ে অনুশীলন করেছেন । মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীও মাঠে আসছেন, কিছুক্ষণ থেকে বেরিয়ে যাচ্ছেন । ঘেরাটোপে প্র্যাকটিস চলছে, ফলে দেখার সুযোগ নেই । কিন্তু দলের থিঙ্কট্যাঙ্কের শরীরী ভাষায় অস্বস্তি ধরা পড়ছে ।

East Bengal
মুম্বই ম্যাচের তিন পয়েন্টে জোর অস্কারের (ইস্টবেঙ্গল মিডিয়া)

এই মুহূর্তে 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এগারো নম্বরে ইস্টবেঙ্গল । প্রথম ছ’য়ে ঢুকে পড়ার আশা বাঁচিয়ে রাখতে ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট জরুরি । তারপরেই ডার্বি । ফলে ফুটবলারদের চোট-আঘাত বাঁচিয়ে মুম্বই ম্যাচ থেকে যেমন পুরো পয়েন্ট তুলতে হবে, তেমনই ডার্বির জন্য হোমওয়ার্ক সেরে রাখতে হবে ।

নতুন বছরে সাউল ক্রেসপোর কলকাতায় প্রত্যাবর্তনের ছবিটা ক্রমেই জোরালো হয়ে উঠছে । তিনি ঠিক কবে আসছেন তা পরিস্কার নয় । অথচ অস্কার ব্রুঁজো বলছেন, ডার্বি কিংবা তার পরের ম্যাচে ক্রেসপোকে পাওয়া যাবে বলে মনে করছেন । তবে তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট-জল্পনার মাঝে আশার আলো হেক্টর ইউস্তের পুরো ফিট হয়ে ওঠা । চোট সমস্যা এবং কার্ড সমস্যা, দুইই কাটিয়ে উঠেছেন তিনি ।

East Bengal
চোটের জল্পনা বাড়ছে ইস্টবেঙ্গলে (ইস্টবেঙ্গল মিডিয়া)

সত্যিই যদি আনোয়ারকে বিশ্রাম দিতে হয়, লালচুননুঙ্গাকেও বাইরে রাখতে হয় তাহলে নতুন করে রক্ষণ সাজাতে হবে লাল-হলুদ হেডস্যরকে । ইতিমধ্যে নিশুকুমার ফিট হয়ে উঠেছেন । মার্কের অর্ন্তভুক্তি হয়েছে । যদিও এখনও পর্যন্ত মাদিহ তালালের পরিবর্তের নাম ঘোষণা করতে পারেনি ইস্টবেঙ্গল । কোচ অস্কার ব্রুঁজোর সঙ্গে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও লগ্নিকারী সংস্থার শীর্ষকর্তা বিভাস আগরওয়াল কথা বলেছিলেন । এখনও সিদ্ধান্ত হয়নি ৷ সব মিলিয়ে লাল-হলুদ আকাশে কখনও রোদ, কখন মেঘ ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.