ETV Bharat / entertainment

অধরা গোল্ডেন গ্লোব, এমিলিয়া পারেজের কাছে হার পায়েলের - 82ND GOLDEN GLOBE AWARDS 2025

মনোনীত হওয়া দুটি বিভাগ থেকেই ছিটকে যায় পায়েল কাপাডিয়ার 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমা ৷

Golden Globes 2025
এমিলিয়া পারেজের কাছে হার পায়েলের (এএনআই/মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 6, 2025, 12:30 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি: আশা জাগিয়েছিল নমিনেশন ৷ নিরাশ করল ফলাফল ৷ 82 গোল্ডেন গ্লোব মঞ্চে জায়গা করতে পারল না ভারতীয় সিনেমা 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ৷ মনোনীত হওয়া দুটি বিভাগেই হার হয়েছে পায়েল কাপাডায়িরা ছবির ৷ গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা পরিচালক প্রতিযোগিতায় 25 বছর পর কোনও ভারতীয় নমিনেশন পেয়েছিল ৷ কিন্তু সেই পুরস্কার ছিনিয়ে নেন পরিচালক ব্রাডি করবেট, 'দ্য ব্রুটালিস্ট' ছবির জন্য ৷

অন্যদিকে, বেস্ট নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোশন পিকচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ৷ কিন্তু সেরা শিরোপা ওঠে 'এমেলিয়া পেরেজ' ছবির মুকুটে ৷ প্রতিযোগিতায় হেরে গেলেও পায়েল হাসিমুখে উপস্থিত থাকেন অনুষ্ঠানে ৷ কালো রঙের সিল্ক জাম্পস্যুটে পরিচালককে লাগছিল স্টানিং ৷

ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে, কাণী কুসরুতি দিব্যা প্রভা, ছায়া কদম ও আনন্দ স্বামীকে ৷ দুই মহিলার ব্যক্তিগত জীবন ও আবেগের চড়াই-উথরাই এই ছবির ইউএসপি ৷ গোল্ডেন গ্লোব না মিললেও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার পরিচয় হওয়া বা প্রশংসিত হওয়াও একটা বড় বিষয় ৷ মালয়লম এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাচ্ছে ৷

দ্য গোল্ডেন গ্লোবস 2025 বিজেতাদের তালিকায় রয়েছে বেস্ট মোশন পিকচার হিসাবে জয়ী 'দ্য ব্রুটালিস্ট', 'এমিলিয়া পেরেজ' মিউজিক্যাল বা কমেডি বিভাগে জয় নিশ্চিত করেছে ৷ টেলিভিশন জগতে 'শোগুন' সেরা টেলিভিশন সিরিজ হিসাবে জয়ী হয়েছে ৷ এই দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন কমেডিয়ান নিক্কি গ্লেসার ৷

একনজরে দেখে নেওয়া গোল্ডেন গ্লোব 2025 বিজয়ীদের তালিকা ৷

সিনেমা

সেরা মোশন পিকচার – ড্রামা: দ্য ব্রুটালিস্ট

সেরা মোশন পিকচার – মিউজিক্যাল বা কোমেডি: এমেলিয়া পেরেজ

সেরা মোশন পিকচার – নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ: এমেলিয়া পেরেজ

সেরা পরিচালক - মোশন পিকচার: ব্রেডি কর্বেট (দ ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী - ড্রামা: ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)

সেরা অভিনেতা- ড্রামা: অ্যাডরিয়ান ব্রোডি ( দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী - মিউজিক্যাল বা কমেডি: ডেমি মুর (দ্য সাবটেন্স)

সেরা অভিনেতা - মিউজিক্যাল বা কমেডি: সেবেস্টিয়ান স্টেন (এ ডিফারেন্ট ম্যান)

সেরা স্ক্রিনেপ্লে – মোশন পিকচার: পিটার স্ট্রোঘন (কনক্লেভ)

সেরা অরিজিন - মোশন পিকচার: ট্রেন্ট রেজনার এবং অ্যাটিকস রস (চ্যালেঞ্জার্স)

সেরা অরিজিনাল সং– মোশন পিকচার: 'এল মাল' (এমিলিয়া পেরেজ)

টেলিভিশন

বেস্ট টেলিভিশন সিরিজ- ড্রামা: শোগুন

বেস্ট টেলিভিশন সিরিজ -মিউজিক্যাল বা কমেডি: হ্যাকস

বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ: বেবি রেইনডিয়ার

সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ- ড্রামা- অন্না সাওই (শোগুন)

সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ- ড্রামা- হিরোইউকি সানাদা (শোগুন)

সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল বা কমেডি: জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল বা কমেডি: জেরেমি অ্যালেন হোয়াইট ( দ্য বিয়ার)

এছাড়াও তালিকায় রয়েছে জডি ফোস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি), কলিন ফেরেল (দ্য পেঙ্গুইন), জেসিকা গানিং (বেবি রেইনডিয়ার) ও তাদানোবু আসানো (শোগুন)

হায়দরাবাদ, 6 জানুয়ারি: আশা জাগিয়েছিল নমিনেশন ৷ নিরাশ করল ফলাফল ৷ 82 গোল্ডেন গ্লোব মঞ্চে জায়গা করতে পারল না ভারতীয় সিনেমা 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ৷ মনোনীত হওয়া দুটি বিভাগেই হার হয়েছে পায়েল কাপাডায়িরা ছবির ৷ গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা পরিচালক প্রতিযোগিতায় 25 বছর পর কোনও ভারতীয় নমিনেশন পেয়েছিল ৷ কিন্তু সেই পুরস্কার ছিনিয়ে নেন পরিচালক ব্রাডি করবেট, 'দ্য ব্রুটালিস্ট' ছবির জন্য ৷

অন্যদিকে, বেস্ট নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোশন পিকচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ৷ কিন্তু সেরা শিরোপা ওঠে 'এমেলিয়া পেরেজ' ছবির মুকুটে ৷ প্রতিযোগিতায় হেরে গেলেও পায়েল হাসিমুখে উপস্থিত থাকেন অনুষ্ঠানে ৷ কালো রঙের সিল্ক জাম্পস্যুটে পরিচালককে লাগছিল স্টানিং ৷

ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে, কাণী কুসরুতি দিব্যা প্রভা, ছায়া কদম ও আনন্দ স্বামীকে ৷ দুই মহিলার ব্যক্তিগত জীবন ও আবেগের চড়াই-উথরাই এই ছবির ইউএসপি ৷ গোল্ডেন গ্লোব না মিললেও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার পরিচয় হওয়া বা প্রশংসিত হওয়াও একটা বড় বিষয় ৷ মালয়লম এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাচ্ছে ৷

দ্য গোল্ডেন গ্লোবস 2025 বিজেতাদের তালিকায় রয়েছে বেস্ট মোশন পিকচার হিসাবে জয়ী 'দ্য ব্রুটালিস্ট', 'এমিলিয়া পেরেজ' মিউজিক্যাল বা কমেডি বিভাগে জয় নিশ্চিত করেছে ৷ টেলিভিশন জগতে 'শোগুন' সেরা টেলিভিশন সিরিজ হিসাবে জয়ী হয়েছে ৷ এই দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন কমেডিয়ান নিক্কি গ্লেসার ৷

একনজরে দেখে নেওয়া গোল্ডেন গ্লোব 2025 বিজয়ীদের তালিকা ৷

সিনেমা

সেরা মোশন পিকচার – ড্রামা: দ্য ব্রুটালিস্ট

সেরা মোশন পিকচার – মিউজিক্যাল বা কোমেডি: এমেলিয়া পেরেজ

সেরা মোশন পিকচার – নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ: এমেলিয়া পেরেজ

সেরা পরিচালক - মোশন পিকচার: ব্রেডি কর্বেট (দ ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী - ড্রামা: ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)

সেরা অভিনেতা- ড্রামা: অ্যাডরিয়ান ব্রোডি ( দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী - মিউজিক্যাল বা কমেডি: ডেমি মুর (দ্য সাবটেন্স)

সেরা অভিনেতা - মিউজিক্যাল বা কমেডি: সেবেস্টিয়ান স্টেন (এ ডিফারেন্ট ম্যান)

সেরা স্ক্রিনেপ্লে – মোশন পিকচার: পিটার স্ট্রোঘন (কনক্লেভ)

সেরা অরিজিন - মোশন পিকচার: ট্রেন্ট রেজনার এবং অ্যাটিকস রস (চ্যালেঞ্জার্স)

সেরা অরিজিনাল সং– মোশন পিকচার: 'এল মাল' (এমিলিয়া পেরেজ)

টেলিভিশন

বেস্ট টেলিভিশন সিরিজ- ড্রামা: শোগুন

বেস্ট টেলিভিশন সিরিজ -মিউজিক্যাল বা কমেডি: হ্যাকস

বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ: বেবি রেইনডিয়ার

সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ- ড্রামা- অন্না সাওই (শোগুন)

সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ- ড্রামা- হিরোইউকি সানাদা (শোগুন)

সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল বা কমেডি: জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল বা কমেডি: জেরেমি অ্যালেন হোয়াইট ( দ্য বিয়ার)

এছাড়াও তালিকায় রয়েছে জডি ফোস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি), কলিন ফেরেল (দ্য পেঙ্গুইন), জেসিকা গানিং (বেবি রেইনডিয়ার) ও তাদানোবু আসানো (শোগুন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.