ETV Bharat / health

বেঙ্গালুরুতে HMPV আক্রান্ত শিশুর ভ্রমণের ইতিহাস নেই ! এটা কি মরশুমি রোগ ? - HMPV VIRUS

একজন 8 মাস বয়সি শিশুর প্রথম এই ভাইরাসের রিপোর্ট করা হয়েছে ৷ তবে এটি মরশুমি রোগ হিসাবেই গণ্য করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

HMPV
এইচএমপিভি আক্রান্ত শিশু (ETV Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 6, 2025, 12:30 PM IST

Updated : Jan 6, 2025, 2:29 PM IST

বেঙ্গালুরুতে একজন 8 মাস বয়সি শিশু হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়েছে ৷ কর্ণাটক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুটির কোনও ভ্রমণ ইতিহাস নেই ৷ বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷

এই খবটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে ৷ স্বাস্থ্য বিভাগ ইতিবাচক পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে । বেঙ্গালুরুতে চিহ্নিত স্ট্রেন চিনে স্পাইক সৃষ্টিকারীর সঙ্গে কোনও মিল আছে কি না তা এখনও নির্ধারণ করতে পারেনি ।

4 জানুযারি চিনের কর্তৃপক্ষরা এইচএমপিভি ভাইরাস সম্পর্কে উদ্বেগ কিছুটা কমিয়েছে ৷ এটি মরশুমি রোগ হিসাবেই গণ্য করা হয়েছে ৷ চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শীতের মরশুমের ফলে এটি হচ্ছে ৷ এরজন্য পর্যটক ও নাগরিকদের আশ্বস্ত করেছেন যে দেশে ভ্রমণ করা নিরাপদ ।

এইচএমপিভিতে ভারতের নজরদারি:

ইতিমধ্যে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) থেকে জানানো হয়েছে, এটি মরশুমি ইনফ্লুয়েঞ্জা নাকি শ্বাসযন্ত্রের সংক্রমণ তা পর্যবেক্ষণ করেছে ৷ জানা গিয়েছে, এছাড়াও চিনে এইচএমপিভি সম্পর্কে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করছে ।

NCDC-এর একজন সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং সেই অনুযায়ী তথ্য ও উন্নয়ন পরিষেবাগুলি যাচাই করব ৷"

স্বাস্থ্য অধিদফতরের ডাঃ অতুল গোয়েল বলেন, "এই ধরনের আবহাওয়ায় শ্বাসযন্ত্রের সংক্রমণ ৷ এরজন্য নিয়মিত সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ।"

কীভাবে নিজেকে রক্ষা করবেন ?

বাইরে কোথাও গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করুন ৷

দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন ৷

যাদের সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাদের থেকে আপনার দূরত্ব বজায় রাখুন ।

এইচএমপিভি কী (What Is HMPV) ?

হিউম্যান মেটোপনিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের কিছু হালকা উপসর্গ থাকে ৷ যেমন- সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা । গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া । HMPV-এর জন্য কোনও ভ্যাকসিন বা অ্যান্টি-ভাইরাল চিকিৎসার কথা জানানো হয়নি । তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এই ভাইরাসের উপসর্গ কমানো যায় ।

বেঙ্গালুরুতে একজন 8 মাস বয়সি শিশু হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়েছে ৷ কর্ণাটক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুটির কোনও ভ্রমণ ইতিহাস নেই ৷ বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷

এই খবটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে ৷ স্বাস্থ্য বিভাগ ইতিবাচক পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে । বেঙ্গালুরুতে চিহ্নিত স্ট্রেন চিনে স্পাইক সৃষ্টিকারীর সঙ্গে কোনও মিল আছে কি না তা এখনও নির্ধারণ করতে পারেনি ।

4 জানুযারি চিনের কর্তৃপক্ষরা এইচএমপিভি ভাইরাস সম্পর্কে উদ্বেগ কিছুটা কমিয়েছে ৷ এটি মরশুমি রোগ হিসাবেই গণ্য করা হয়েছে ৷ চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শীতের মরশুমের ফলে এটি হচ্ছে ৷ এরজন্য পর্যটক ও নাগরিকদের আশ্বস্ত করেছেন যে দেশে ভ্রমণ করা নিরাপদ ।

এইচএমপিভিতে ভারতের নজরদারি:

ইতিমধ্যে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) থেকে জানানো হয়েছে, এটি মরশুমি ইনফ্লুয়েঞ্জা নাকি শ্বাসযন্ত্রের সংক্রমণ তা পর্যবেক্ষণ করেছে ৷ জানা গিয়েছে, এছাড়াও চিনে এইচএমপিভি সম্পর্কে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করছে ।

NCDC-এর একজন সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং সেই অনুযায়ী তথ্য ও উন্নয়ন পরিষেবাগুলি যাচাই করব ৷"

স্বাস্থ্য অধিদফতরের ডাঃ অতুল গোয়েল বলেন, "এই ধরনের আবহাওয়ায় শ্বাসযন্ত্রের সংক্রমণ ৷ এরজন্য নিয়মিত সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ।"

কীভাবে নিজেকে রক্ষা করবেন ?

বাইরে কোথাও গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করুন ৷

দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন ৷

যাদের সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাদের থেকে আপনার দূরত্ব বজায় রাখুন ।

এইচএমপিভি কী (What Is HMPV) ?

হিউম্যান মেটোপনিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের কিছু হালকা উপসর্গ থাকে ৷ যেমন- সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা । গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া । HMPV-এর জন্য কোনও ভ্যাকসিন বা অ্যান্টি-ভাইরাল চিকিৎসার কথা জানানো হয়নি । তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এই ভাইরাসের উপসর্গ কমানো যায় ।

Last Updated : Jan 6, 2025, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.