ETV Bharat / entertainment

এটা 'ট্রায়াল রান', অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজ নিয়ে আর কী বললেন ফ্যাশন ডিজাইনার ? - ANKUSH OINDRILLA WEDDING

লাল রঙের বেনারসিতে কনে রূপে ঐন্দ্রিলা ৷ অঙ্কুশের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি ধুতি ৷ বিয়ে করলেন টলিউডের লাভবার্ড ?

Ankush and Oindrilla
বিয়েটা সেরেই ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা ? (ঐন্দ্রিলা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট/ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 6, 2025, 1:00 PM IST

Updated : Jan 6, 2025, 1:20 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি: পান পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে ঐন্দ্রিলার সলাজ চোখ ৷ হাতে শাঁখা-পলা, মোটা সোনার বালা ৷ লাল বেনারসির সঙ্গে ডিজাইনার ব্লাউজ ৷ কপালে টিকলি ৷ নাকে নোলক ৷ টুকটুকে কনের সাজে অভিনেত্রী ৷ অন্যদিকে ময়ুপঙ্খী ধুতি ও ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অঙ্কুশ ৷ সোমবার সকালে মিষ্টি ভিডিয়ো সামনে আসতেই চমকে গিয়েছেন অনুরাগীরা ৷ ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় জানালেন, এটা তারকা জুটির 'ট্রায়াল রান' ৷

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ওয়েডিং কালেকশন নিয়ে হাজির হয়েছেন দুই তারকা ৷ জীবনের নতুন এক অধ্যায়ের সূচণায় অভিষেকের পোশাক কীভাবে সেই জার্নি আরও সুন্দর করে তুলতে পারে, তাই তুলে ধরা হয়েছে ৷ অর্থাৎ কিছুদিন আগে, বিয়ের প্ল্যানিং নিয়ে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন যে ভিডিয়ো সামনে এনেছিলেন তা এই বিজ্ঞাপনেরই এক চমক ছিল ৷

ফ্যাশন ডিজাইনার অভিষেক ওয়েডিং কালেকশন নিয়ে বলেন, "আমরা এবার এই কালেকশনে রয়্যাল লুক রাখতে চেয়েছি ৷ আগেকার দিনে ভেলভেটের ব্লাউজ ব্য়বহার হত ৷ ঐন্দ্রিলার সাজে সেটা ধরা পড়েছে ৷ এমব্রয়ডারি কাজের উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ সেটা যেমন অঙ্কুশের পাঞ্জাবিতে রয়েছে তেমনই ঐন্দ্রিলার ব্লাউজ ও ভেলেও রয়েছে ৷ অলঅভার রিচ রয়্যাল লুক আমরা ওয়েডিং কালেকশনে তুলে ধরার চেষ্টা করেছি ৷"

সেক্ষেত্রে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের নিয়ে অনুরাগীদের মধ্যে ক্রেজ রয়েছে ৷ এই প্রসঙ্গে অভিষেক বলেন, "অরজিনালও খুব শীঘ্রই হবে ৷ আমার সঙ্গে ওদের দীর্ঘদিনের সম্পর্ক ৷ যখন সত্যিকারের বিয়ের পিঁড়িতে তাঁরা বসবে আশা করি আমিই ওদের সাজাব ৷ সেক্ষেত্রে এটাকে একটা ট্রায়াল রান বলা যেতে পারে ৷"

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজ হিসাবে ব্যক্তিগত পছন্দ প্রসঙ্গে ফ্যাশন ডিজাইনার জানান, তাঁরা চোখ বন্ধ করে ভরসা করেছেন তাঁর উপর ৷ তারকা জুটি জানিয়েছিলেন, দীর্ঘদিনের সম্পর্ক থাকার দরুণ তাঁদের কোন সাজ মানাবে তা ভালোই জানেন অভিষেক ৷

ভিডিয়োতে দেখা যায়, কালো রঙের ম্যাচিং পোশাকে রিসেপশন লুকে দুই তারকা ৷ কালো রঙের শেরওয়ানিতে অঙ্কুশ আর কালোর উপর সোনালী-গোলাপি কাজ করা শাড়িতে অসাধারণ সুন্দরী ঐন্দ্রিলা ৷ সেই ভিডিয়োতে আবার ভালোবাসার ইমোজি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৷ দুই তারকা জুটিকে এমন রূপে দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "কি মিষ্টি লাগছে ৷" আবার কেউ লিখেছেন, "সত্যিকারের কবে যাবেন ছাদনাতলায় ?" এখন দেখার অপেক্ষা সত্যিকারের নববধূ সাজে কবে ঐন্দ্রিলার পাশে দেখা যায় অঙ্কুশকে ৷

হায়দরাবাদ, 6 জানুয়ারি: পান পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে ঐন্দ্রিলার সলাজ চোখ ৷ হাতে শাঁখা-পলা, মোটা সোনার বালা ৷ লাল বেনারসির সঙ্গে ডিজাইনার ব্লাউজ ৷ কপালে টিকলি ৷ নাকে নোলক ৷ টুকটুকে কনের সাজে অভিনেত্রী ৷ অন্যদিকে ময়ুপঙ্খী ধুতি ও ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অঙ্কুশ ৷ সোমবার সকালে মিষ্টি ভিডিয়ো সামনে আসতেই চমকে গিয়েছেন অনুরাগীরা ৷ ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় জানালেন, এটা তারকা জুটির 'ট্রায়াল রান' ৷

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ওয়েডিং কালেকশন নিয়ে হাজির হয়েছেন দুই তারকা ৷ জীবনের নতুন এক অধ্যায়ের সূচণায় অভিষেকের পোশাক কীভাবে সেই জার্নি আরও সুন্দর করে তুলতে পারে, তাই তুলে ধরা হয়েছে ৷ অর্থাৎ কিছুদিন আগে, বিয়ের প্ল্যানিং নিয়ে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন যে ভিডিয়ো সামনে এনেছিলেন তা এই বিজ্ঞাপনেরই এক চমক ছিল ৷

ফ্যাশন ডিজাইনার অভিষেক ওয়েডিং কালেকশন নিয়ে বলেন, "আমরা এবার এই কালেকশনে রয়্যাল লুক রাখতে চেয়েছি ৷ আগেকার দিনে ভেলভেটের ব্লাউজ ব্য়বহার হত ৷ ঐন্দ্রিলার সাজে সেটা ধরা পড়েছে ৷ এমব্রয়ডারি কাজের উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ সেটা যেমন অঙ্কুশের পাঞ্জাবিতে রয়েছে তেমনই ঐন্দ্রিলার ব্লাউজ ও ভেলেও রয়েছে ৷ অলঅভার রিচ রয়্যাল লুক আমরা ওয়েডিং কালেকশনে তুলে ধরার চেষ্টা করেছি ৷"

সেক্ষেত্রে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের নিয়ে অনুরাগীদের মধ্যে ক্রেজ রয়েছে ৷ এই প্রসঙ্গে অভিষেক বলেন, "অরজিনালও খুব শীঘ্রই হবে ৷ আমার সঙ্গে ওদের দীর্ঘদিনের সম্পর্ক ৷ যখন সত্যিকারের বিয়ের পিঁড়িতে তাঁরা বসবে আশা করি আমিই ওদের সাজাব ৷ সেক্ষেত্রে এটাকে একটা ট্রায়াল রান বলা যেতে পারে ৷"

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজ হিসাবে ব্যক্তিগত পছন্দ প্রসঙ্গে ফ্যাশন ডিজাইনার জানান, তাঁরা চোখ বন্ধ করে ভরসা করেছেন তাঁর উপর ৷ তারকা জুটি জানিয়েছিলেন, দীর্ঘদিনের সম্পর্ক থাকার দরুণ তাঁদের কোন সাজ মানাবে তা ভালোই জানেন অভিষেক ৷

ভিডিয়োতে দেখা যায়, কালো রঙের ম্যাচিং পোশাকে রিসেপশন লুকে দুই তারকা ৷ কালো রঙের শেরওয়ানিতে অঙ্কুশ আর কালোর উপর সোনালী-গোলাপি কাজ করা শাড়িতে অসাধারণ সুন্দরী ঐন্দ্রিলা ৷ সেই ভিডিয়োতে আবার ভালোবাসার ইমোজি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৷ দুই তারকা জুটিকে এমন রূপে দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "কি মিষ্টি লাগছে ৷" আবার কেউ লিখেছেন, "সত্যিকারের কবে যাবেন ছাদনাতলায় ?" এখন দেখার অপেক্ষা সত্যিকারের নববধূ সাজে কবে ঐন্দ্রিলার পাশে দেখা যায় অঙ্কুশকে ৷

Last Updated : Jan 6, 2025, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.