UP BJP Leader Video পার্কে প্রেমে মজে বিজেপি নেতা, ভাইরাল স্ত্রীর জুতোপেটার ভিডিয়ো - ভিডিয়ো সোশ্যাল মিডিয়া
🎬 Watch Now: Feature Video
আনন্দপুরী পার্কে বসে এক বিজেপি নেতা আরেক বিজেপি নেত্রীর সঙ্গে 'প্রেমালাপ' করছিলেন ৷ ঠিক সেই সময় সেখানে হাজির হন নেতার বউ ৷ ব্যস, হাতেনাতে ধরা পড়ে গেলেন নেতা এবং নেত্রী ৷ তারপর বিজেপি নেতাকে তাঁর স্ত্রী, শাশুড়ি ও শ্বশুর জুতোপেটা করেন ৷ শনিবার উত্তর প্রদেশের কানপুরের এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ জানা গিয়েছে, বিজেপি নেতা মোহিত সোনকরের সঙ্গে মোনির বিয়ে হয় 6 বছর আগে ৷ ইদানীং মোহিত নাকি বিজেপির এক নেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন (UP BJP leader Mohit Sonkar beaten by wife video viral in Social Media) ৷
Last Updated : Aug 21, 2022, 3:20 PM IST