ETV Bharat / entertainment

'জওয়ান' রেকর্ড ভাঙল 'খাদান', মুক্তির পরেই প্রেক্ষাগৃহে ঝড় - KHADAAN HOUSEFULL

শো পাচ্ছিলেন না বলে অভিযোগে সরব হয়েছিলেন দেব ৷ এখন তাঁর ছবিই বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউসফুল ৷ মধ্যরাতে জমজমাট 'খাদান' ৷

KHADAAN
মধ্যরাতেই হাউসফুল দেবের ছবি (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 6 hours ago

কলকাতা, 20 ডিসেম্বর: ভোর 5টায় 'জওয়ান'-এর ফার্স্ট ডে ফার্স্ট শো'র রেকর্ড ভেঙে দেওয়ার 'রেকর্ড' গড়ল দেবের 'খাদান'। শুক্রবার রাত 2টো-তেও হাউজফুল 'খাদান'। অন্যদিকে, একই দিনে মুক্তি পেল বাংলার আরও তিনটি সিনেমা। 'সন্তান', 'চালচিত্র' এবং '5 নং স্বপ্নময় লেন'। জনপ্রিয়তা এবং বক্সঅফিস দৌড়ে কে এগিয়ে আর কে পিছিয়ে যাবে তা দেখার দিনও হাজির।

এদিন দেবকে শুভেচ্ছা জানিয়ে পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, "অবাক করা ব্যাপার ! ছবির নাম 'খাদান' - এই বাংলায় প্রথম কোনও ছবির প্রথম শো রাত দুটোয় শুরু হচ্ছে। এবং সেই শো ইতিমধ্যেই হাউসফুল হয়েছে। এটা আগে কখনো দেখি নি। এই ডিসেম্বরে রিলিস হওয়া সবকটা বাংলা ছবি বাণিজ্য সফল হোক। এই কামনা করি।"

পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "রায়গঞ্জে অ্যাডভান্সে হাউজফুল! তাও আবার রাত 2টোর শো! এই প্রথম এরকম কিছু দেখলাম বাংলায়। কলকাতার বেশ কটা হলেও জমিয়ে বুকিং শুরু দেখলাম বুক মাই শোতে! আগ্রহ তুঙ্গে সবার! আমিও দেখার অপেক্ষায় রইলাম! বাংলা জুড়ে ঐতিহাসিক প্রচারের পর কাল থেকে দেব আবার বড় পর্দায়! আন্তরিক শুভেচ্ছা জানাই সুরিন্দর ফিল্মস ও টিম দেবকে।

পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী বলেন, "জেলা শহর রায়গঞ্জ মেট্রো সিটি কলকাতাকে চ্যালেঞ্জ ছুড়ে বাংলা সিনেমার ইতিহাস রচনা করে দেখিয়ে দিল। সেখানের সিনেমা হলে 'খাদান'- এর রাত 2টো'র শো হাউস ফুল। বাংলা ছবির ভবিষ্যত এখন নির্ভর করছে জেলাতে। কলকাতায় আছে কলকাতাতেই। জয় হোক বাংলা সিনেমার।"

এই মুহূর্তে 67টি শো পেয়েছে মানসী সিনহার '5 নং স্বপ্নময় লেন'। প্রযোজক শুভঙ্কর মিত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, "শো টাইম এসে গেছে। আবার হাউজফুল হবে। কেউ যেখানে হল পাচ্ছে না বলে দাবি সেখানে আমি এতেই খুশি!" শুভঙ্কর মিত্রর আশা, শো টাইম 150-তে পৌঁছে যাবে।

কলকাতা, 20 ডিসেম্বর: ভোর 5টায় 'জওয়ান'-এর ফার্স্ট ডে ফার্স্ট শো'র রেকর্ড ভেঙে দেওয়ার 'রেকর্ড' গড়ল দেবের 'খাদান'। শুক্রবার রাত 2টো-তেও হাউজফুল 'খাদান'। অন্যদিকে, একই দিনে মুক্তি পেল বাংলার আরও তিনটি সিনেমা। 'সন্তান', 'চালচিত্র' এবং '5 নং স্বপ্নময় লেন'। জনপ্রিয়তা এবং বক্সঅফিস দৌড়ে কে এগিয়ে আর কে পিছিয়ে যাবে তা দেখার দিনও হাজির।

এদিন দেবকে শুভেচ্ছা জানিয়ে পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, "অবাক করা ব্যাপার ! ছবির নাম 'খাদান' - এই বাংলায় প্রথম কোনও ছবির প্রথম শো রাত দুটোয় শুরু হচ্ছে। এবং সেই শো ইতিমধ্যেই হাউসফুল হয়েছে। এটা আগে কখনো দেখি নি। এই ডিসেম্বরে রিলিস হওয়া সবকটা বাংলা ছবি বাণিজ্য সফল হোক। এই কামনা করি।"

পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "রায়গঞ্জে অ্যাডভান্সে হাউজফুল! তাও আবার রাত 2টোর শো! এই প্রথম এরকম কিছু দেখলাম বাংলায়। কলকাতার বেশ কটা হলেও জমিয়ে বুকিং শুরু দেখলাম বুক মাই শোতে! আগ্রহ তুঙ্গে সবার! আমিও দেখার অপেক্ষায় রইলাম! বাংলা জুড়ে ঐতিহাসিক প্রচারের পর কাল থেকে দেব আবার বড় পর্দায়! আন্তরিক শুভেচ্ছা জানাই সুরিন্দর ফিল্মস ও টিম দেবকে।

পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী বলেন, "জেলা শহর রায়গঞ্জ মেট্রো সিটি কলকাতাকে চ্যালেঞ্জ ছুড়ে বাংলা সিনেমার ইতিহাস রচনা করে দেখিয়ে দিল। সেখানের সিনেমা হলে 'খাদান'- এর রাত 2টো'র শো হাউস ফুল। বাংলা ছবির ভবিষ্যত এখন নির্ভর করছে জেলাতে। কলকাতায় আছে কলকাতাতেই। জয় হোক বাংলা সিনেমার।"

এই মুহূর্তে 67টি শো পেয়েছে মানসী সিনহার '5 নং স্বপ্নময় লেন'। প্রযোজক শুভঙ্কর মিত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, "শো টাইম এসে গেছে। আবার হাউজফুল হবে। কেউ যেখানে হল পাচ্ছে না বলে দাবি সেখানে আমি এতেই খুশি!" শুভঙ্কর মিত্রর আশা, শো টাইম 150-তে পৌঁছে যাবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.