কুয়ালা লামপুর, 21 জানুয়ারি: মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে মালয়েশিয়াকে তাঁদের মাটিতেই ধরাশায়ী করল ভারত ৷ মাত্র 31 রানে মালয়েশিয়াকে অলআউট করে দশ উইকেটে ম্যাচ জিতে নিল 'উইমেন ইন ব্লু' ৷ তাও আবার 103 বল বাকি থাকতে ৷ ম্যাচে হ্য়াটট্রিক করে ইতিহাসে নাম তুললেন বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মা ৷ প্রথম ভারতীয় বোলার হিসেবে অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে হ্য়াটট্রিক করলেন তিনি ৷
টিম ইন্ডিয়ার জার্সিতে এদিনই আত্মপ্রকাশ হয় বৈষ্ণবীর ৷ আর আত্মপ্রকাশে হ্য়াটট্রিক-সহ পাঁচ উইকেটে উজ্জ্বল মধ্যপ্রদেশের ক্রিকেটার ৷ মালয়েশিয়ার ব্য়াটিং লাইন-আপকে কার্যত একাই এদিন ধসিয়ে দেন বছর ঊনিশের বৈষ্ণবী ৷ ইনিংসের চতুর্দশ ওভারে এবং ব্যক্তিগত চতুর্থ ওভারে এদিন হ্যাটট্রিক করেন ভারতীয় স্পিনার ৷ ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে তিনি ফেরান যথাক্রমে নূর বিনতি রোসলান, নূর ইসমা বিনতি এবং সিতি নাজওয়াকে ৷ চার ওভারে মাত্র পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট ঝুলিতে পুরে নেন বৈষ্ণবী ৷
এছাড়া তিন উইকেট নেন আরেক বাঁ-হাতি স্পিনার আয়ুষী শুক্লা এবং ডানহাতি মিডিয়াম পেসার ভিজে জ্যোতিষা নেন একটি উইকেট ৷ টস হেরে ভারতের ডাকে প্রথমে ব্য়াটিং করতে নামা মালয়েশিয়া গুটিয়ে যায় 14.3 ওভারে ৷ স্কোরবোর্ডে ওঠে মাত্র 31 ৷ ভারতীয় বোলারদের দাপটে কোনও মালয়েশিয়া ব্যাটারই পাঁচের গণ্ডি পেরোতে পারেননি ৷ এদিন হ্য়াটট্রিক সেরে দক্ষিণ আফ্রিকার ম্য়াডিসন ল্যান্ডম্য়ানের সঙ্গে এলিট ক্লাবে নামে লেখান ভারতের বৈষ্ণবী ৷ প্রথম বোলার হিসেবে 2023 সালে মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ল্যান্ডম্যান ৷
HAT-TRICK ALERT 🚨
— ICC (@ICC) January 21, 2025
Vaishnavi Sharma picks three wickets in a row against Malaysia 🔥
Catch the highlights 🎥⬇#U19WorldCup https://t.co/Z0jnyTnl7s pic.twitter.com/xslSLJjjmU
মালয়েশিয়ার স্বল্প রানের টার্গেট তুলতে এদিন 2.5 ওভারের বেশি খরচ করেননি দুই ভারতীয় ওপেনার ৷ 12 বলে ঝোড়ো 27* রান আসে গঙ্গাদি তৃষার ব্যাটে ৷ অন্যদিকে চার রানে অপরাজিত থাকেন জি কমলিনী ৷ ওয়েস্ট ইন্ডিজকে নয় উইকেটে হারানের পর মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ-এ'র শীর্ষে ভারতীয় দল ৷