ETV Bharat / state

স্পেশাল নোটস দেওয়ার অছিলায় ছাত্রীর শ্লীলতাহানি! গ্রেফতার গৃহশিক্ষক - MINOR GIRL SEXUAL HARRASMENT

ব্যাচের সকলকে ছুটি দিয়ে দিলেও স্পেশাল নোটস দেবে বলে এক ছাত্রীকে আটকেছিল শিক্ষক ৷ ঘর ফাঁকা হতেই নাবালিকাকে যৌন হেনস্থা ! গ্রেফতার গৃহশিক্ষক ৷

Swarupnagar News
ধৃত গৃহশিক্ষককে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 4:53 PM IST

বসিরহাট, 21 জানুয়ারি: ছাত্রীকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকায় । মঙ্গলবার দুপুরে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী অষ্টম শ্রেণিতে পড়ে । অভিযুক্তের কাছে সে টিউশন পড়ত । সোমবার সকালে ওই ছাত্রী অভিযুক্তের বাড়িতে পড়তে গিয়েছিল । পড়া শেষে অন্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিলেও ওই ছাত্রীকে স্পেশাল নোটস দেওয়ার নাম করে থেকে যেতে বলে ওই শিক্ষক । অভিযোগ, সহপাঠীরা সবাই চলে গেলে সেই সুযোগে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে অভিযুক্ত । কুকর্ম করার পর ওই ছাত্রীকে হুমকি দিয়ে বলে কাউকে কিছু জানালে 'ফল' ভালো হবে না ।

এরপর, বাড়ি ফিরে এলেও নাবালিকা কিছু জানায়নি । পরে, আচরণ অস্বাভাবিক লাগায় তাকে জোরাজুরি করতেই সব কথা খুলে বলে সে । রাতেই পরিবারের লোকেরা স্বরূপনগর থানায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হুমকির অভিযোগ দায়ের করেন । মঙ্গলবার সকালে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ।

নির্যাতিতা ছাত্রীর পরিবারের দাবি, প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফিরে মেয়ে কান্নাকাটি শুরু করে । জিজ্ঞেস করতেই গৃহশিক্ষকের 'কীর্তি'র কথা জানায় । অভিযুক্ত ওই গৃহশিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে । নির্যাতিতা ছাত্রীর গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়েছে ।

বসিরহাট, 21 জানুয়ারি: ছাত্রীকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকায় । মঙ্গলবার দুপুরে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী অষ্টম শ্রেণিতে পড়ে । অভিযুক্তের কাছে সে টিউশন পড়ত । সোমবার সকালে ওই ছাত্রী অভিযুক্তের বাড়িতে পড়তে গিয়েছিল । পড়া শেষে অন্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিলেও ওই ছাত্রীকে স্পেশাল নোটস দেওয়ার নাম করে থেকে যেতে বলে ওই শিক্ষক । অভিযোগ, সহপাঠীরা সবাই চলে গেলে সেই সুযোগে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে অভিযুক্ত । কুকর্ম করার পর ওই ছাত্রীকে হুমকি দিয়ে বলে কাউকে কিছু জানালে 'ফল' ভালো হবে না ।

এরপর, বাড়ি ফিরে এলেও নাবালিকা কিছু জানায়নি । পরে, আচরণ অস্বাভাবিক লাগায় তাকে জোরাজুরি করতেই সব কথা খুলে বলে সে । রাতেই পরিবারের লোকেরা স্বরূপনগর থানায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হুমকির অভিযোগ দায়ের করেন । মঙ্গলবার সকালে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ।

নির্যাতিতা ছাত্রীর পরিবারের দাবি, প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফিরে মেয়ে কান্নাকাটি শুরু করে । জিজ্ঞেস করতেই গৃহশিক্ষকের 'কীর্তি'র কথা জানায় । অভিযুক্ত ওই গৃহশিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে । নির্যাতিতা ছাত্রীর গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.