ETV Bharat / state

জঙ্গিপুরে বাসের দু'টি চাকা খুলে বিপত্তি, প্রাণে বাঁচলেন যাত্রীরা; দেখুন ভিডিয়ো - MURSHIDABAD BUS ACCIDENT

বাসে 40 জন যাত্রী ছিলেন ৷ সকলেই সুরক্ষিত রয়েছেন ৷ শুক্রবারের দুর্ঘটনায় সরকারি পরিবহণ সংস্থার গাফিলতির অভিযোগ উঠছে ৷

Govt Bus Accident
যাত্রীবাহী চলন্ত বাসের পেছনের দুটি চাকা খুলে গেল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2024, 11:44 AM IST

জঙ্গিপুর, 20 ডিসেম্বর: চলতে চলতে আচমকা খুলে গেল সরকারি বাসের পিছনের দুই চাকা । ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন 40 জন যাত্রী । তীব্র ঝাঁকুনিতে বাসযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ তবে কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি থানার আহিরণে 12 নম্বর জাতীয় সড়কের উপর ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ফরাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি যাত্রীবাহী বাস । কিন্তু আহিরণ ব্রিজ পার করেই ঘটে বিপত্তি । চলন্ত অবস্থায় হঠাৎ পিছনের দু'টি চাকা বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । গতি বেশি না-থাকায় বেঁচে যান যাত্রীরা ৷ জাতীয় সড়কের মাঝেই থমকে যায় বাসটি । ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে । 12 নম্বর জাতীয় সড়কে যানজট হয় ৷ সারি সারি দাঁড়িয়ে পরে গাড়ি ৷

বরাতজোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । পুলিশ বাসটি ও চাকা দুটিকে রাস্তার থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ৷ তবে চলন্ত বাসের পিছনের দুটি চাকা কীভাবে খুলল, তা নিয়েই উঠছে প্রশ্ন ।

বাসের যাত্রী শাখাওয়াত হোসেন বলেন, "সরকারি বাসে করে বহরমপুরের দিকে যাচ্ছিলাম ৷ সেসময় গাড়ির পিছনের দুটি চাকা খুলে য়ায় ৷ বাসটি 60-65 গতিতে ছিল ৷ উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে ৷ না-হলে বড় কিছু হতে পারত ৷"

শুক্রবারের দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে সরকারি পরিবহণ সংস্থার বিরুদ্ধে । এতবড় ঘটনা ঘটার আগে চালক কেন বুঝতে পারলেন না, তা নিয়েও প্রশ্ন উঠছে । যদিও এ বিষয়ে জেলা স্টেট ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান চাঁদ মহম্মদ বলেন, "দুর্ঘটনার কারণের পাশাপাশি বাসটি ফ্যানচাইজির মাধ্যমে চলছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে । ডিপো থেকে ছাড়ার আগে বাসটি চেক করা উচিত ছিল ।"

জঙ্গিপুর, 20 ডিসেম্বর: চলতে চলতে আচমকা খুলে গেল সরকারি বাসের পিছনের দুই চাকা । ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন 40 জন যাত্রী । তীব্র ঝাঁকুনিতে বাসযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ তবে কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি থানার আহিরণে 12 নম্বর জাতীয় সড়কের উপর ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ফরাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি যাত্রীবাহী বাস । কিন্তু আহিরণ ব্রিজ পার করেই ঘটে বিপত্তি । চলন্ত অবস্থায় হঠাৎ পিছনের দু'টি চাকা বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । গতি বেশি না-থাকায় বেঁচে যান যাত্রীরা ৷ জাতীয় সড়কের মাঝেই থমকে যায় বাসটি । ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে । 12 নম্বর জাতীয় সড়কে যানজট হয় ৷ সারি সারি দাঁড়িয়ে পরে গাড়ি ৷

বরাতজোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । পুলিশ বাসটি ও চাকা দুটিকে রাস্তার থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ৷ তবে চলন্ত বাসের পিছনের দুটি চাকা কীভাবে খুলল, তা নিয়েই উঠছে প্রশ্ন ।

বাসের যাত্রী শাখাওয়াত হোসেন বলেন, "সরকারি বাসে করে বহরমপুরের দিকে যাচ্ছিলাম ৷ সেসময় গাড়ির পিছনের দুটি চাকা খুলে য়ায় ৷ বাসটি 60-65 গতিতে ছিল ৷ উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে ৷ না-হলে বড় কিছু হতে পারত ৷"

শুক্রবারের দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে সরকারি পরিবহণ সংস্থার বিরুদ্ধে । এতবড় ঘটনা ঘটার আগে চালক কেন বুঝতে পারলেন না, তা নিয়েও প্রশ্ন উঠছে । যদিও এ বিষয়ে জেলা স্টেট ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান চাঁদ মহম্মদ বলেন, "দুর্ঘটনার কারণের পাশাপাশি বাসটি ফ্যানচাইজির মাধ্যমে চলছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে । ডিপো থেকে ছাড়ার আগে বাসটি চেক করা উচিত ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.