ধর্মঘট সফল, মানুষের সমর্থন পেয়েছি : অশোক ভট্টাচার্য - মানুষের সমর্থন পেয়েছি : অশোক ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
সকাল থেকে বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ৷ রাস্তায় নেমে ধর্মঘট সফল করতে স্লোগান ও মিছিল শুরু করেন বাম নেতারা । CPI(M) নেতা অশোক ভট্টাচার্যের মতে, রাজ্যের সব জায়গায় সফল হয়েছে ধর্মঘট ৷ তিনি বলেন, ‘‘ ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে ৷ আমরা মানুষের সমর্থন পেয়েছি ৷’’