লকডাউন : স্ত্রীর হেয়ার ড্রেসারের ভূমিকায় বিষ্ণুপুরের সাংসদ - BJP সাংসদ
🎬 Watch Now: Feature Video
রাজনীতিবিদ কি স্ত্রীকে সময় দিতে পারেন ? এবার সেই প্রমাণ মিলল লকডাউনে ৷ বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁর অন্য রূপ দেখলেন আপামর জনতা ৷ লকডাউনে গৃহবন্দী থেকে নানা মানুষ নানা কাজ করে সময় কাটাচ্ছেন ৷ আর সেই ভিডিয়ো নেট দুনিয়ায় আলোড়ন তুলছে ৷ বাদ পড়েনি সাংসদের স্ত্রীকে চুল বেঁধে দেওয়ার ভিডিয়োটি ৷ নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে নিন ৷