ETV Bharat / state

আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পদত্যাগের দাবিতে পথে নামছে বামেরা - LEFT PARTIES PROTEST

রাজ্যসভায় আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ৷ এবার এই ইস্যুতে পথে নামবে বামেরা ৷

Left Parties Protest
ফাইল ছবি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 23 ডিসেম্বর: আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পদত্যাগের দাবিতে পথে নামছে বামেরা । আগামী 30 ডিসেম্বর দেশব্যাপী যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা । ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিআইএম), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন (সিপিআইএমএল লিবারেশন), বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি) এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নেতারা 22 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ।

সোমবার এক বিবৃতিতে বামেদের তরফে জানানো হয়েছে যে, "রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি আর আম্বেদকরের প্রতি অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্যের ফলে, সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হয়েছে । তবে, অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেউই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে রাজি নন । তাই, বাম দলগুলি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আগামী 30 ডিসেম্বর যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে । দেশব্যাপী প্রতিবাদ দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের পদত্যাগ দাবি করা হবে ।"

একই সঙ্গে ‘এক দেশ এক ভোট’ ইস্যুতেও মতামত প্রকাশ করেছে বাম দলগুলি । তাঁরা 'এক দেশ, এক নির্বাচন' প্রস্তাবের বিরোধিতা করেছিল । যা এখন সংসদে একটি সংবিধান সংশোধনী বিল-সহ দু’টি বিলের মাধ্যমে পেশ করা হয়েছে । সংবিধানের প্রস্তাবিত সংশোধনীগুলি ফেডারেল কাঠামো এবং রাজ্য আইনসভার অধিকার এবং তাদের নির্বাচিত জনগণের উপর সরাসরি আক্রমণ বলেই তাঁরা মনে করছেন ।

তাদের অভিযোগ, বিষয়টি কেন্দ্রীকরণ করা মানেই আইনসভার পাঁচ বছরের মেয়াদ নির্বিচারে হ্রাস করে জনগণের ইচ্ছাকে ছেঁটে ফেলা । তাই, বাম দলগুলি 'এক দেশ, এক নির্বাচন' প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী প্রচার চালাবে । বাম দলগুলি নির্বাচনী বিধিমালার সংশোধনী প্রত্যাহারেরও দাবি করেছেন । যে সংশোধনী সিসিটিভি ক্যামেরা ও ভিডিয়ো ফুটেজের মতো ইলেকট্রনিক নথির জনসাধারণের পরিদর্শনের অধিকার বাতিল করা হয়েছে ।

কলকাতা, 23 ডিসেম্বর: আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পদত্যাগের দাবিতে পথে নামছে বামেরা । আগামী 30 ডিসেম্বর দেশব্যাপী যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা । ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিআইএম), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন (সিপিআইএমএল লিবারেশন), বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি) এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নেতারা 22 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ।

সোমবার এক বিবৃতিতে বামেদের তরফে জানানো হয়েছে যে, "রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি আর আম্বেদকরের প্রতি অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্যের ফলে, সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হয়েছে । তবে, অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেউই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে রাজি নন । তাই, বাম দলগুলি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আগামী 30 ডিসেম্বর যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে । দেশব্যাপী প্রতিবাদ দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের পদত্যাগ দাবি করা হবে ।"

একই সঙ্গে ‘এক দেশ এক ভোট’ ইস্যুতেও মতামত প্রকাশ করেছে বাম দলগুলি । তাঁরা 'এক দেশ, এক নির্বাচন' প্রস্তাবের বিরোধিতা করেছিল । যা এখন সংসদে একটি সংবিধান সংশোধনী বিল-সহ দু’টি বিলের মাধ্যমে পেশ করা হয়েছে । সংবিধানের প্রস্তাবিত সংশোধনীগুলি ফেডারেল কাঠামো এবং রাজ্য আইনসভার অধিকার এবং তাদের নির্বাচিত জনগণের উপর সরাসরি আক্রমণ বলেই তাঁরা মনে করছেন ।

তাদের অভিযোগ, বিষয়টি কেন্দ্রীকরণ করা মানেই আইনসভার পাঁচ বছরের মেয়াদ নির্বিচারে হ্রাস করে জনগণের ইচ্ছাকে ছেঁটে ফেলা । তাই, বাম দলগুলি 'এক দেশ, এক নির্বাচন' প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী প্রচার চালাবে । বাম দলগুলি নির্বাচনী বিধিমালার সংশোধনী প্রত্যাহারেরও দাবি করেছেন । যে সংশোধনী সিসিটিভি ক্যামেরা ও ভিডিয়ো ফুটেজের মতো ইলেকট্রনিক নথির জনসাধারণের পরিদর্শনের অধিকার বাতিল করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.