Tanima Chatterjee on Subrata Mukherjee demise : ভাইফোঁটার আগে অনাথ হয়ে গেলাম , সুব্রতকে হারিয়ে শোকাতুর বোন তনিমা - সুব্রত মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
মা-বাবা চলে যাওয়ার পর উনি ছিলেন আমাদের মাথার উপর ছাতার মতো ৷ আমরা সকল ভাই-বোনেরা অনাথ হয়ে গেলাম ৷ একডালিয়ার সন্তোষ গার্ডেনের বাড়ির ছ'তলার অফিসে বসে কথাগুলো বলছিলেন সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ছোট বোন তনিমা চট্টোপাধ্যায় ৷ সকাল হতেই সাধারণ মানুষের লাইন লেগে থাকত এই ঘরে ৷ বলছিলেন তনিমা দেবী ৷ সাধারণ মানুষের জন্য ওঁর দ্বার সবসময় অবারিত ছিল, জানালেন তিনি ৷
Last Updated : Nov 5, 2021, 5:14 PM IST