GTA Election Protest : জিটিএ নির্বাচনের বিরুদ্ধে দার্জিলিংয়ে মৌন মিছিল - Silent Protest Against GTA Election in darjeeling
🎬 Watch Now: Feature Video
বিজেপি, জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চার পর এবার জিটিএ নির্বাচনের বিরোধিতায় নামল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ । বৃহস্পতিবার ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের পক্ষ থেকে মুখে কালো কাপড় বেঁধে দার্জিলিংয়ে মৌন মিছিল বের করেন ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের নেতা কর্মী সমর্থকরা । মৌন মিছিলটি দার্জিলিং সদর এলাকা পরিক্রমা করে । উল্লেখ্য, জিটিএ নির্বাচনের বিরোধিতা করে আমরন অনশন শুরু করেছেন মোর্চা নেতা বিমল গুরুং। আর এবার এসপি শর্মার নেতৃত্বে জিটিএ নির্বাচনের বিরুদ্ধে সরব হল আরও একটি রাজনৈতিকদল। এসপি শর্মা বলেন, "আমরা জিটিএ নির্বাচনের বিরোধিতা জানাই । জিটিএ নির্বাচনের আগে পাহাড়বাসীর সমস্যা ও দাবিগুলো পূরণ করতে হবে রাজ্য সরকারকে (Silent Rally Against GTA Election) ৷"