Murshidabad Fake Note: ধুলিয়ানে 74 হাজার টাকার জালনোট, গ্রেফতার দুই ঝাড়খণ্ডবাসী - জাল নোট

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 30, 2022, 2:16 PM IST

74 হাজার টাকার জাল নোট-সহ দু'জনকে গ্রেফতার করল পুলিশ । বুধবার রাতে এসটিএফ ও সামশেরগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দুই বাসিন্দাকে ধুলিয়ান রোড থেকে গ্রেফতার করে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোক্তার শেখ (40) এবং আব্দুল উকিল (20) । দু'জনেরই বাড়ি ঝাড়খণ্ডের পাকুরে । বৃহস্পতিবার দু'জনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে । পুলিশের দাবি, বাংলাদেশ ও পাকিস্তানের ডি কোম্পানির তৈরি দু'হাজার টাকার নোটের আসল-নকলের ফারাক ধরা ভার । জালনোটগুলি বাংলাদেশ থেকে মালদার কালিয়াচকে ঢুকে সেখান থেকে জলপথে ধুলিয়ান ও সড়ক পথে ফরাক্কায় আসছে । তারপর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে ছড়িয়ে পড়ছে (Samserganj Police arrests 2 with fake note from Dhuliyan Road) ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.