Newborn Found Dead : টানাহ্যাঁচড়া করছিল কুকুর, মাতৃদিবসে মিলল সদ্যোজাত শিশুকন্যার দেহ - Newborn baby found dead inside a bag near malda medical college hospital
🎬 Watch Now: Feature Video
আবারও সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার মালদা শহরে। মালদা মেডিক্যাল কলেজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মালঞ্চপল্লি আন্ডারপাস সংলগ্ন রেললাইনের ধারে একটি পরিত্যক্ত ব্যাগ পড়েছিল ৷ সেই ব্যাগ নিয়ে টানাহ্যাঁচড়া করছিল কিছু কুকুর। বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। ব্যাগ খুলতেই উদ্ধার হয় সদ্যোজাত শিশুর মৃতদেহ (Newborn baby found dead inside a bag near malda medical college hospital) । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । ইংরেজবাজার থানার পুলিশ সদ্যোজাতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায় । ওই এলাকায় বারবার এমন ঘটনা ঘটতে থাকার পরেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । স্থানীয়দের ধারণা হয়তো আশেপাশের কোথাও বেআইনিভাবে গর্ভপাত করা হচ্ছে । প্রশাসনের কাছে অনুরোধ, গর্ভপাতের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নিক ।