চেনা শংকরপুর যশে অচেনা - purba medinipur
🎬 Watch Now: Feature Video
যশের তাণ্ডবে শংকরপুর এখন ভগ্নপ্রায় । সকালে যশ আছড়ে পড়ার পর থেকে একটু একটু করে ধংব্বসস্তুপে পরিণত হয়েছে পূর্ব মেদিনীপুরের শংকরপুর । ঘূর্ণিঋড়ে লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি । যদিও এখন যশের তাণ্ডব কমেছে, কমেছে সমুদ্রের উত্তাল । কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে এলাকার বিভিন্ন গ্রাম, দোকনপাট। সমুদ্রের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট ।