মহুয়া মৈত্রর মন্তব্য সমর্থনযোগ্য নয় :জ্যোতিপ্রিয় - ‘‘দু’পয়সার প্রেস’’
🎬 Watch Now: Feature Video
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ‘‘দু’পয়সার প্রেস’’ মন্তব্যের বিরোধিতা করেছেন দলের অনেকেই ৷ আজ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ ওঁর মন্তব্য সমর্থনযোগ্য নয় ৷ সাংবাদিকরা আক্রান্ত হলে আমরাই সবার আগে সরব হই ৷ আমি ব্যক্তিগতভাবেও এই মন্তব্য সমর্থন করি না ৷ ইতিমধ্যে সুব্রত মুখোপাধ্যায় যা বলার বলে দিয়েছেন । এই মন্তব্য একেবারে ওঁর ব্যক্তিগত । দল এটা সমর্থন করে না ৷’’