কলকাতা, 20 ডিসেম্বর: টানা আট ম্যাচে হার ৷ অভিষেক আইএসএলে সাড়া জাগিয়ে শুরু করেও ক্রমেই আঁধারে মহামেডান ৷ আগামী রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে নয়া সমস্যা উদ্ভূত ময়দানের তৃতীয় প্রধানে ৷ তিন বিদেশি ফুটবলারের দু-তিনমাসের বেতন বকেয়া মহামেডানে ৷ পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইতিমধ্যেই এক ফুটবলার ফিফার দ্বারস্থ হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ বাকি দুই বিদেশি তাঁদের এজেন্টের সঙ্গে আলোচনা করে ফিফায় যাওয়ার কথা ভাবছেন বলে জানা গিয়েছে ৷
ব্রাজিলের ফ্রাঙ্কা, ফ্রান্সের ফ্লোরেন্ত ওগিয়ের এবং কঙ্গোর বিদেশি লবি মাঞ্জোকির একাধিক মাসের বেতন বকেয়া রয়েছে ৷ যা খবর তাতে ওগিয়ের বিশ্ব ফুটবলের গভর্নিং বডি'র দ্বারস্থ হচ্ছেন ৷ তিনমাসের বেতন বাকি সাম্বার দেশের ফুটবলার ফ্রাঙ্কার ৷ যা পরিস্থিতি তাতে এই সকল বিদেশিরা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোত নয়া ক্লাব খুঁজে নেওয়ার কথা ভাবছেন ৷ বাকি অ্যালেক্সিস গোমেজ, কাশিমভরা অবশ্য বকেয়া বেতন নিয়ে মুখ খোলেননি ৷ তবে শোনা যাচ্ছে একই অভিযোগ রয়েছে তাঁদেরও।
বিদেশিরা বেতন না-পেলেও মহামেডান স্পোর্টিংয়ের অবশ্য ভারতীয় ফুটবলারদের বেতন বকেয়া নেই। সবমিলিয়ে সাদা-কালো শিবিরে এখন আমরা-ওরা পরিস্থিতি। এরই মধ্যে রবিবার কেরালা ব্লাস্টার্স ম্যাচের প্রস্তুতিতে আন্দ্রে চের্নিশভের দল। গোলরক্ষক পদম ছেত্রীর অল্প চোট রয়েছে। কার্ড সমস্যার জন্য মহম্মদ ইরশাদকে পাবেন না আন্দ্রে চের্নিশভ। তাই যারা আছেন তাদের নিয়েই দল সাজাতে হবে। দলের টানা হারে তাঁর আসনও টলমল।
Up Next ⏩#TheBlackAndWhiteArmy heads to Kerala to take on Kerala Blasters FC at the Jawaharlal Nehru International Stadium Kaloor, Kochi! 💪⚽
— Mohammedan SC (@MohammedanSC) December 17, 2024
📅 Sunday, 22nd Dec
⏰ Kickoff: 7:30 PM#KBFCMSC #ISL #MohammedanSC#JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan pic.twitter.com/qglNIGeWzt
সহকারি হিসেবে ইতিমধ্যেই মেহেরাজউদ্দিনকে নিয়োগ করেছে ক্লাব। সন্তোষ ট্রফিতে জম্মু-কাশ্মীরের কোচের দায়িত্বে রয়েছেন মেহেরাজ। সেখানে মূলপর্বে লিগ পর্যায়ের খেলা শেষ হলেই মহমেডান স্পোর্টিংয়ে যোগ দেবেন তিনি। ইতিমধ্যে স্ট্রাইকার দরকার বলে জানিয়েছেন নবনিযুক্ত সহকারি কোচ। তার আগে ফুটবলারদের বেতন বকেয়ার সমস্যা ঘিরে জমে ওঠা অশান্তির মেঘ কলকাতার তৃতীয় প্রধানকে মাঠের বাইরেও বেকায়দায় ফেলে দিয়েছে।