Gharial Breeding : রসিকবিলে প্রজনন হল ঘড়িয়ালের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 28, 2022, 9:29 PM IST

কোচবিহারের রসিকবিলে মিনি জু-তে প্রজনন হল ঘড়িয়ালের ৷ শনিবার বন দফতরের পক্ষ থেকে এই তথ্য জাননো হয়েছে ৷ রাজ্য়ের মধ্যে প্রথমবার এমনটা সম্ভব হল বলে জানা গিয়েছে ৷ এই প্রসঙ্গে কোচবিহার বন দফতরের আধিকারিক সঞ্জিত সাহা বলেন, ‘‘অনেক দিন থেকে এই কেন্দ্রে ঘড়িয়াল প্রজননের চেষ্টা করা হচ্ছিল ৷ অবশেষে সাফল্য এসেছে ৷ 22টি বাচ্চা জন্ম হয়েছে ৷ ’’ বনদফতর সূত্রে জানা গিয়েছে, 2007 সাল নাগাদ ফালাকাটা কুঞ্জনগর থেকে 3টি ঘড়িয়াল রসিকবিলে ছাড়া হয়েছিল। এরপর পার্শ্ববর্তী এলাকা থেকে আরও 8টি ঘড়িয়াল উদ্ধার করে এখানে নিয়ে আসা হয় । পরবর্তীতে ঘড়িয়াল প্রজনন করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয় । এখনকার কর্মীরা ওড়িশার নন্দনকানন জুলজিক্যাল পার্ক ও গৌহাটি চিড়িয়াখানায় গিয়ে ট্রেনিং নেন ঘড়িয়াল প্রজননের (Gharial breeding)।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.