ETV Bharat / sports

গিলের চোট, শামির প্রত্যাবর্তন ! বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ - SHUBMAN GILL IN BGT

গিল খেলতে না-পারলে তরুণ খেলোয়াড়ের ওপর বাজি ধরতে পারে ভারত ৷ জানিয়ে দিলেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল ৷

India to wait on Shubman Gill until opening Test morning
বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 20, 2024, 5:16 PM IST

পারথ, 20 নভেম্বর: সরফরাজ খান, বিরাট কোহলি ও কেএল রাহুলের পর শুভমন গিল ৷ চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটের কবলে পড়েছেন পঞ্জাব তনয় ৷ ফলে অজি সফরের শুরুতেই ক্রমশ কঠিন হচ্ছে টিম ইন্ডিয়ায় কাজটা ৷ রোহিত শর্মা নেই, এই অবস্থায় গিলকেও না পেলে চাপে পড়বে ভারত ৷

একাধিক সূত্র বলছে, সম্ভবত প্রথম টেস্টে নেই তিনি ৷ এনিয়েই এবার বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ায় বোলিং কোচ ৷ মর্নি মর্কেল বুধবার জানিয়েছেন, শুভমনের চোটের উপর নজর রাখা হচ্ছে ৷ ম্যাচের দিন সকাল পর্যন্ত গিলের জন্য অপেক্ষা করবে দল ৷ তিনি খেলতে না-পারলে অভিষেক হতে পারে ব্যাটিং অল-রাউন্ডার নীতীশ রেড্ডির । .

মর্কেল বলেন, ‘‘প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই খেলতে দল প্রস্তুত । শুভমন প্রতিদিন উন্নতি করছে । গা-ঘামানো ম্য়াচে চোট পেয়েছে ৷ প্রতিদিন ও উন্নতির জন্য চেষ্টা করছে । টেস্ট ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে ৷ যদি ও খেলতে না-পারে, রেড্ডিকে খেলানো হতে পারে ৷ এই ধরণের কন্ডিশনে, যেখানে সামনে কিছুটা সিম মুভমেন্ট হতে পারে, অল-রাউন্ডারের জন্য ভালো সুযোগ । বিশ্বের যে কোনও দল সবসময় এমন অল-রাউন্ডার চায় যে ফাস্ট বোলারদের পরিশ্রম খানিক কমাতে পারে ৷’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে অজি সফরে অবিশ্বাস্য কাজ করতে হবে ভারতকে ৷ তার আগেই একের পর এক চোট-আঘাতে ক্রমশ গৌতম গম্ভীরের কপালে ভাঁজ দীর্ঘতর হচ্ছে ৷

শামি’কে নিয়ে কী আপডেট দিলেন মর্কেল ?

মর্কেল বলেন, ‘‘আমরা শামির উপর নজর রাখছি । কিন্তু বুঝতে হবে যে ও প্রায় এক বছর ধরে খেলার বাইরে রয়েছে । কোন সময়, কীভাবে দল তাঁকে কাজে লাগাবে তা সময় এলে বোঝা যাবে ৷’’

আরও পড়ুন

পারথ, 20 নভেম্বর: সরফরাজ খান, বিরাট কোহলি ও কেএল রাহুলের পর শুভমন গিল ৷ চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটের কবলে পড়েছেন পঞ্জাব তনয় ৷ ফলে অজি সফরের শুরুতেই ক্রমশ কঠিন হচ্ছে টিম ইন্ডিয়ায় কাজটা ৷ রোহিত শর্মা নেই, এই অবস্থায় গিলকেও না পেলে চাপে পড়বে ভারত ৷

একাধিক সূত্র বলছে, সম্ভবত প্রথম টেস্টে নেই তিনি ৷ এনিয়েই এবার বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ায় বোলিং কোচ ৷ মর্নি মর্কেল বুধবার জানিয়েছেন, শুভমনের চোটের উপর নজর রাখা হচ্ছে ৷ ম্যাচের দিন সকাল পর্যন্ত গিলের জন্য অপেক্ষা করবে দল ৷ তিনি খেলতে না-পারলে অভিষেক হতে পারে ব্যাটিং অল-রাউন্ডার নীতীশ রেড্ডির । .

মর্কেল বলেন, ‘‘প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই খেলতে দল প্রস্তুত । শুভমন প্রতিদিন উন্নতি করছে । গা-ঘামানো ম্য়াচে চোট পেয়েছে ৷ প্রতিদিন ও উন্নতির জন্য চেষ্টা করছে । টেস্ট ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে ৷ যদি ও খেলতে না-পারে, রেড্ডিকে খেলানো হতে পারে ৷ এই ধরণের কন্ডিশনে, যেখানে সামনে কিছুটা সিম মুভমেন্ট হতে পারে, অল-রাউন্ডারের জন্য ভালো সুযোগ । বিশ্বের যে কোনও দল সবসময় এমন অল-রাউন্ডার চায় যে ফাস্ট বোলারদের পরিশ্রম খানিক কমাতে পারে ৷’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে অজি সফরে অবিশ্বাস্য কাজ করতে হবে ভারতকে ৷ তার আগেই একের পর এক চোট-আঘাতে ক্রমশ গৌতম গম্ভীরের কপালে ভাঁজ দীর্ঘতর হচ্ছে ৷

শামি’কে নিয়ে কী আপডেট দিলেন মর্কেল ?

মর্কেল বলেন, ‘‘আমরা শামির উপর নজর রাখছি । কিন্তু বুঝতে হবে যে ও প্রায় এক বছর ধরে খেলার বাইরে রয়েছে । কোন সময়, কীভাবে দল তাঁকে কাজে লাগাবে তা সময় এলে বোঝা যাবে ৷’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.