প্রত্যন্ত জঙ্গলে ঘেরা এলাকা থেকে ইভিএম পৌঁছল রিসিভিং সেন্টারে - BYE ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-11-2024/640-480-22893369-thumbnail-16x9-vote.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Nov 13, 2024, 10:52 PM IST
ভোট গ্রহণ পর্ব শেষে রিসিভিং সেন্টারে ইভিএম নিয়ে আসা হচ্ছে ৷ মাদারিহাট বিধানসভা কেন্দ্রের শেষ প্রান্ত জলপাইগুড়ি জেলার গয়েরকাটা থেকে আলিপুরদুয়ারের দূরত্ব প্রায় 76 কিলোমিটার। সেখান থেকে ইভিএম নিয়ে আলিপুরদুয়ার ষ্টেডিয়ামে পৌছচ্ছেন ভোট কর্মীরা। আলিপুরদুয়ারের ইন্ডোর স্টেডিয়ামে মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের রিসিভিং সেন্টার করা হয়েছে।
মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই কেন্দ্রের ভোট। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন বড় কোনও অভিযোগ নেই। মাদারিহাটের প্রত্যন্ত এলাকা টোটোপাড়া, হান্টাপাড়ার মতো জঙ্গলে ঘেরা এলাকা থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম নিয়ে আলিপুরদুয়ারের ইন্ডোর ষ্টেডিয়ামে ফিরেছেন। দিনের শেষে মাদারিহাট উপনির্বাচনে 66.41 ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।