Tiger Cubs Released: শীতের আগে নতুন চমক, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্রশাবক - West Bengal Zoo Authority News
🎬 Watch Now: Feature Video
ওয়েস্ট বেঙ্গল জু কর্তৃপক্ষের উদ্যোগে 4টি ব্যাঘ্রশাবককে ছেড়ে দেওয়া হল বেঙ্গল সাফারি পার্কে ৷ সোমবার থেকে ছ'মাস বয়সী এই বাচ্চাগুলি এখন থেকে শিলিগুড়িতে এই পার্কে ঘুরে বেড়াচ্ছে মায়ের সঙ্গে ৷ 6 বছর ধরে এই পার্কের বাসিন্দা বাঘিনি শিলা ৷ এবছর 22 মার্চ সে 4টি ব্যাঘ্র শাবকের জন্ম দেয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে বাঘের বাচ্চাগুলিকে ছাড়া হয় ৷ বর্তমানে এখানে শিলা ছাড়া আরও 4টি বাঘিনি এবং 6টি পুরুষ বাঘ আছে ৷ সব মিলিয়ে পার্কে 11টি বাঘ আছে ৷ শীতের আগে দর্শকদের জন্য বড় আকর্ষণ এই বাচ্চাগুলি (Four Tiger Cubs released in West Bengal Safari park in Siliguri) ৷
Last Updated : Oct 11, 2022, 1:20 PM IST