Vertical Beverage Factory: ভারতের প্রথম ভার্টিকাল বেভেরেজ ফ্যাক্টরির উদ্বোধন হল জলপাইগুড়িতে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 12, 2022, 7:00 PM IST

জলপাইগুড়ির রানিনগরে রাজ্যের প্রথম ভার্টিকাল বেভেরেজ ফ্যাক্টরির (First Vertical Beverage Factory) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ৷ ভার্চুয়ালি কলকাতা থেকে তিনি এই সংস্থার উদ্বোধন করেন ৷ একটি বেসরকারি ঠান্ডা পানীয় সংস্থা এই ভার্টিকাল বেভেরেজ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি শুরু করেছে ৷ যে সংস্থায় কাজ করবেন মহিলার ৷ সেখানে 66 শতাংশ মহিলা কর্মী দ্বারা কাজ হবে ৷ জলপাইগুড়িতে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক সহ কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার ৷ সংস্থার চেয়ারম্যান নীরজ গর্গ এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ৷ তিনি জানিয়েছেন, 600 কোটি টাকা ব্যয় করে 6.9 একর জমিতে এই বেভেরেজ ফ্যাক্টরি তৈরি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.