ইডেনের অগ্নি-নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখলেন দমকলের DG - ইডেনে দ্বিতীয় টেস্ট
🎬 Watch Now: Feature Video
হাতে গোনা আর কদিন ৷ তারপরেই ইডেনে ঐতিহাসিক গোলাপি বলে দিন-রাতের টেস্টে ৷ সেই জন্য ইডেনকে নতুন ভাবে উপস্থাপিত করতে CAB-তে এখন যুদ্ধ কালীন তৎপরতা । বৃহস্পতিবার দুপুরে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী স্বয়ং । দিলেন উৎসাহ ও প্রয়োজনীয় নির্দেশও । যুগ্মসচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে চটজলদি আলোচনা সারলেন । ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের আয়োজনে কোনও ত্রুটি রাখতে চায়না CAB । ঘরের মাঠে নৈশালোকে গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচ ঘিরে VVIP দের উপস্থিতি সাম্প্রতিক অতীতের তুলনায় এগিয়ে । ফলে সকল স্তরের নিরাপত্তায় কোনও গাফিলতি রাখা হচ্ছে না । বৃহস্পতিবার বিকেলে দমকল বিভাগের DG জগমোহন নিজে ইডেনে এসে সরজমিনে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখেছেন । দমকলের নির্দেশ সঠিক ভাবে মানা হয়েছে কি না তা দেখতে 20 নভেম্বর ফের পরিদর্শনে আসবেন তিনি । দমকল বিভাগের প্রাথমিক সবুজ সংকেত পেয়ে স্বস্তির সুর CAB যুগ্মসচিব অভিষেক ডালমিয়ার গলায় ।