আমি নিঃশব্দ পার্টি কর্মী, সক্রিয় এমএলএ : চিরঞ্জিত - তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 13, 2021, 9:54 PM IST

‘‘আমি একজন নিঃশব্দ পার্টি কর্মী ।" শনিবার বারাসতে ইন্ডোর স্টেডিয়ামের উদ্ধোধনে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । তিনি বলেন, "আমি তথাকথিত পার্টি মেম্বার নই । কিন্তু একজন সক্রিয় এমএলএ । যা যা উন্নয়ন করা দরকার সেটা এমএলএ-ই করে থাকে ।’’ সেই কাজে তিনি একশো শতাংশ সফল বলেও মনে করেন ৷ এছাড়া বিজেপির যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ সম্প্রতি টলি অভিনেত্রীদের যৌন কর্মীর সঙ্গে তুলনা করেন । সেই মন্তব্যের সমালোচনা করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘ও যা রুচি তাই তো করবে । কাক মানুষের মাংস খায় । এটাই স্বাভাবিক । এরমধ্যে নতুন কোনও ব্যাপার নেই ।’’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.