Eco friendly Crackers: দু'বছর পর টালায় ফিরছে পরিবেশবান্ধব বাজি বাজার - Crackers in tala park baji bazar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 17, 2022, 12:06 PM IST

করোনার জেরে 2 বছর বন্ধ ছিল বাজি বাজার । এবার আবার বসছে বাজি বাজার । কলকাতায় পাঁচ জায়গায় বাজি বাজার হত। এবার কমে এবার তিন জায়গায় হচ্ছে । টালা পার্ক ছাড়াও কালিকাপুর ও বেহালায় বসছে (Tala Park Crackers Market) বাজিবাজার । তবে শহিদ মিনার ও বিজয়গড়ে এবছর আর হচ্ছে না । এই তিন বাজারেই দোকানিরা শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি বিক্রি করবেন। টালা বাজি বাজারের কর্মকতা শুভঙ্কর মান্নার কথায়, বাজির ধোঁয়া বাতাস বিষাক্ত করছে । সবুজ বাজি মূলত সেটা কমানোর দিকে নজর দেবে । সাধারণ বাজির বদলে তাই বিকল্প সবুজ বাজি আনা হল । প্রতিটি বাজির বাক্সে থাকবে একটি করে কিউআর কোড । ক্রেতারা স্ক্যান করলেই বিস্তারিত দেখতে পাবেন । আর তাতেই বোঝা যাবে বাজিটি সবুজ বাজি কিনা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.